ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর ফের শুরু হচ্ছে দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল ও পিএসএল। বিকেলে আইপিএল থেকে ডাক পান মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর বাকি অংশে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভেড়াল লাহোর কালান্দার্স। ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার কারণে কিছুদিন বন্ধ থাকা টুর্নামেন্টটি আবার শুরু হতে যাচ্ছে ১৭ মে থেকে। আর এই নতুন সূচিতে শক্তি বাড়াতেই সাকিবকে দলে টেনেছে লাহোর।
লিগে বিদেশি খেলোয়াড়দের অনুপস্থিতি, বিশেষ করে নিরাপত্তা ও আন্তর্জাতিক ব্যস্ততার কারণে, দলগুলোর স্কোয়াডে ঘাটতি দেখা দিয়েছে। সেই প্রেক্ষিতে অতিরিক্ত ড্রাফটের আয়োজন হতে পারে বলে জানিয়েছে একটি সূত্র।
পরিমার্জিত সূচি অনুযায়ী, লাহোর কালান্দার্স ১৮ মে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে। পয়েন্ট টেবিলে লাহোর বর্তমানে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে, যেখানে পেশোয়ার ৮ পয়েন্টে পিছিয়ে আছে। এই ম্যাচটি উভয় দলের জন্য প্লে-অফ নিশ্চিত করার লড়াই হয়ে উঠবে।
সবকিছু ঠিকঠাক থাকলে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) মিললে, প্রায় ছয় মাস পর আবার মাঠে দেখা যেতে পারে সাকিবকে। জাতীয় দলের হয়ে তার সর্বশেষ ম্যাচ ছিল ২০২৪ সালের সেপ্টেম্বরে, ভারতের বিপক্ষে।
পিএসএলে সাকিবের অভিষেক ২০১৬ সালে, করাচি কিংসের হয়ে। প্রথম ম্যাচেই ৫১ রানের ঝলক ও এক উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন তিনি। এরপর পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়ে আরও কয়েক মৌসুমে অংশ নিলেও নিয়মিত ছিলেন না ইনজুরি ও আন্তর্জাতিক ব্যস্ততার কারণে।
এখন পর্যন্ত পিএসএলে সাকিব খেলেছেন ১৪টি ম্যাচ, করেছেন ১৮১ রান ও নিয়েছেন ৮ উইকেট।
অন্যদিকে আইপিএল ২০২৫-এর বাকি অংশে খেলতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়ান তরুণ ব্যাটার জেক ফ্রেজার-ম্যাকগার্ক টুর্নামেন্টে আর অংশ নেবেন না—এই খবর নিশ্চিত হওয়ার পরই মোস্তাফিজকে তার বদলি হিসেবে নেয় দলটি। মোস্তাফিজকে ৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস।
এমএইচএম