ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

প্রথমবারের মতো আইসিসির মাসসেরা হলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, মে ১৪, ২০২৫
প্রথমবারের মতো আইসিসির মাসসেরা হলেন মিরাজ ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে সেঞ্চুরির দেখা পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। বল হাতেও আলো ছড়িয়েছেন তিনি।

দারুণ এই অলরাউন্ডিং পারফরম্যান্সে প্রথমবারের মতো আইসিসির মাসসেরা নির্বাচিত হলেন বাংলাদেশি এই ক্রিকেটার।  

আজ নিজেদের ওয়েবসাইটে এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হিসেবে মিরাজের নাম ঘোষণা করে আইসিসি। যেখানে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে হারিয়েছেন তিনি।  

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজজুড়ে মিরাজ ছিলেন দুর্দান্ত। ব্যাট হাতে ৩৮.৬৬ গড়ে করেছেন ১১৬ রান। আর বল হাতে নিয়েছেন ১১.৮৬ গড়ে নিয়েছেন ১৫ উইকেট। সিরিজের প্রথম টেস্টের দুটি ইনিংসেই ফাইফারের দেখা পেয়েছেন মিরাজ। প্রথম ইনিংসে ৫২ রান দিয়ে তিনি দ্বিতীয় ইনিংসে খরচ করেন ৫০ রান। যদিও টেস্টটি হেরে যায় বাংলাদেশ; তবে মিরাজের বোলিং ছিল দুর্দান্ত।

সিরিজের দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারায় বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে আলো ছড়ান মিরাজ। ১৬২ বলে ১০৪ রানের ইনিংসে বাংলাদেশকে এনে দেন লিড। বল হাতেও তিনি ছিলেন দুর্দান্ত। দুই ইনিংস মিলিয়ে স্রেফ ৩২ রান খরচায় নেন ৫ উইকেট। এই পারফরম্যান্সে ম্যাচসেরার পাশাপাশি সিরিজসেরাও নির্বাচিত হন তিনি।  

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।