ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

হঠাৎ দেশে ফিরে অনুশীলনে সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪২, অক্টোবর ২৫, ২০২৩
হঠাৎ দেশে ফিরে অনুশীলনে সাকিব

বিশ্বকাপের মাঝপথে হুট করেই দেশে ফিরেছেন সাকিব আল হাসান। জানা গেছে, বুধবার মিরপুরে অনুশীলনেও নেমেছেন তিনি।

একজন স্থানীয় কোচের সঙ্গে অনুশীলন করছেন তিনি।

আগের দিন মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর আজ দুপুর দুইটার ফ্লাইটে মুম্বাই থেকে কলকাতায় আসেন ক্রিকেটাররা। এর মধ্যে বিমানবন্দরেও একাই আসেন সাকিব।

পরে সবাই জানতে পারেন, তিনি ফিরে গেছেন দেশে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অফ স্টাম্পের বাইরের বল খেলতে উইকেটের পেছনে ক্যাচ দেন সাকিব। এরপর তার চোখেমুখে ফুটে ওঠে বিরক্তি।  

এবারের বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে স্রেফ ৫৬ রান করেছেন সাকিব। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে তিনি নিয়েছেন ৬ উইকেট। দলের অবস্থাও খুব একটা ভালো নয়। হেরেছে পাঁচ ম্যাচের চারটিতে, এর মধ্যে চোটের কারণে ভারতের বিপক্ষে খেলেননি সাকিব।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।