ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সব শেষ হয়ে যায়নি, এখনও চার ম্যাচ বাকি আছে: তাসকিন

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
সব শেষ হয়ে যায়নি, এখনও চার ম্যাচ বাকি আছে: তাসকিন

ভারতের কলকাতা থেকে: বাংলাদেশ দল ঘিরে অনেক আশা ছিল এবারের বিশ্বকাপে। কিন্তু সেটি একদমই পূরণ করতে পারেননি ক্রিকেটাররা।

চারদিকে তাই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।  

বিশ্বকাপের সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে এসেছিল বাংলাদেশ। কিন্তু এখন প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই হেরে গেছে বাংলাদেশ। এখন বাকি চার ম্যাচ জিতলেও সেমিফাইনাল খেলার জন্য নানা সমীকরণ রয়েছে।  

এমতাবস্থায় দলের আবহটা কী? এ প্রশ্ন শুনে শুক্রবার ইডেনে নেদারল্যান্ডস ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কিছুটা অভিমানই ছিল তাসকিন আহমেদের কণ্ঠে। বাংলাদেশের এই ডানহাতি পেসার বলেন, ‘যখন খারাপ হয়, তখন আমাদের এই ১৫ জনেরই সব নিতে হয়। ওটা তো আমরা নিচ্ছি আগের মতোই। সব চাপ নিচ্ছি সমস্যা নাই। আবার যখন ভালো হবে, সবাই মিলে উদযাপন করবো। ’

‘আশা অনুযায়ী তো বোলিং-ব্যাটিং দুটোই হয়নি। আশা করছি যে কালকে আমাদের সেরাটা দিয়ে যেসব জায়গায় ভুল হয়েছে ওগুলোতে উন্নতি করা (সম্ভব)। মূল লক্ষ্য এখন তো জেতার কোনো বিকল্প নেই। নিজেদের সেরাটা দিয়ে জেতাটা মূল লক্ষ্য। যেসব জায়গায় ভালো হয়নি, সেসব জায়গায় ১০-১৫ শতাংশ উন্নতি করলে হয়তো জেতার সুযোগটা আসবে। ’ 

পাঁচ ম্যাচের একটিতে জিতে বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলে আট নম্বরে আছে বাংলাদেশ। রান রেটে এগিয়ে উপরে আছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের থেকে। সেমিফাইনালের আশা কি শেষ হয়ে গেছে? তাসকিন মনে করছেন না তেমন।

তিনি বলেন, ‘এখনও সব শেষ হয়ে যায়নি। আরও চার ম্যাচ আছে। পরের ৪ ম্যাচে যদি আমরা জিততে পারি, অনেক কিছুই সম্ভব। কারণ এখানে রান রেটের একটা ব্যাপার আছে এবং কয়েকটি দল আছে যেমন- ইংল্যান্ড হেরেছে আফগানিস্তানের কাছে। আবার ইংলিশরা শ্রীলঙ্কার বিপক্ষেও হেরেছে। ফলে যদি পরের চার ম্যাচে জিততে পারি তাহলে গল্পটা অন্যরকম হতে পারে। ’ 

‘তবে আপাতত আমরা ম্যাচ বাই ম্যাচ নিয়ে পরিকল্পনা করছি। হ্যাঁ, এটা সত্য যে আমরা ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই ভালো করতে পারিনি। কিন্তু এখনও চার ম্যাচ আছে। তাই আমরা সামনে ভালো করার অপেক্ষায় আছি। ’

আগামীকাল শনিবার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।