ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড

বিশ্বকাপে রীতিমতো উড়ছে স্বাগতিক ভারত। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় তুলে নিয়েছে তারা।

অন্যদিকে সুতোয় ঝুলছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের ভাগ্য। পাঁচ ম্যাচে কেবল একটি জয় নিয়ে পয়েন্ট টেবিলে অবস্থান একদম তলানিতে। তাই খাদের কিনারা থেকে আজ ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভারতের মুখোমুখি হয়েছে তারা।

লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। একাদশে কোনো পরিবর্তন আনেনি দুই দল।  

পাঁচ জয়ের প্রতিটি ম্যাচেই পরে ব্যাট করে জিতেছে ভারত। তবে আজ আগেই ব্যাট করতে হচ্ছে। তবে টস হেরে বরং খুশিই হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। কেননা তিনিও আগে ব্যাট করতে চেয়েছিলেন।  

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি।

ইংল্যান্ড একাদশ: ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।  

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।