ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিব ও বাংলাদেশ যা করেছে, তা অসম্মানজনক : ম্যাথিউস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
সাকিব ও বাংলাদেশ যা করেছে, তা অসম্মানজনক : ম্যাথিউস

টানা ছয় ম্যাচ পর বিশ্বকাপে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। কিন্তু তা ছাপিয়ে আলোচনায় রাজ করছে টাইমড আউট।

ম্যাচের পর সংবাদ সম্মেলনেও এলেন এই ঘটনার দুই মূল চরিত্র। বাংলাদেশের পক্ষ থেকে এলেন সাকিব আল হাসান ও লঙ্কানদের হয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউস।  

টাইমড আউটের আবেদন করে কোনো আক্ষেপ নেই সাকিবের। অন্যদিকে অনাকাঙ্ক্ষিত এই আউটের প্রথম শিকার হয়ে সমালোচনায় মেতে উঠলেন ম্যাথিউস। জানালেন বাংলাদেশের ক্রিকেটারদের সাধারণ বুদ্ধি নেই।     

সংবাদ সম্মেলনে ম্যাথিউস বলেন, 'আমি ভুল কিছু করিনি। ক্রিজে যেয়ে নিজেকে প্রস্তুত করার জন্য আমার হাতে দুই মিনিট সময় ছিল, যেটা আমি করেছি। হেলমেটের ফিতা ছিঁড়ে গেল। আমি জানি না তখন মানুষের সাধারণ বুদ্ধিটুকু কোথায় ছিল। কারণ, অবশ্যই সাকিব ও বাংলাদেশ অসম্মানজনক আচরণ করেছে। তারা যদি তাদের ক্রিকেট এভাবে খেলতে চায় তাহলে বলব সেখানে ঘোর সমস্যা। অবশ্যই তারা তাদের মানটা নিচে নিয়ে গেছে। '

ম্যাচশেষে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেনি শ্রীলঙ্কা। এর প্রেক্ষিতে ম্যাথিউসের জবাব, 'আমরা তাদেরই সম্মান করি, যারা আমাদের সম্মান করে। তাদের খেলাটিকে সম্মান করতে হবে। আম্পায়ারসহ আমরা সবাই খেলাটির দূত। তাই সম্মান না দিলে, সাধারণ বুদ্ধিটুকু না খাটালে আর কীইবা বলতে পারি। ' 

সাকিবের সঙ্গে ম্যাথিউসের পরিচয়টা সেই অনূর্ধ্ব-১৯ ক্রিকেট থেকে। দুজনের বয়স তাই কাছাকাছি। আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিজ্ঞতাতেও খুব বেশি তফাৎ নেই তাদের। তবে সাকিবের প্রতি যে সম্মানটা ছিল ম্যাথিউসের তা হয়তো আর থাকবে না। ম্যাথিউস বলেন, 'দেখুন আজকের আগপর্যন্ত সাকিব ও বাংলাদেশ ক্রিকেটের প্রতি আমার পরম শ্রদ্ধা ছিল। অবশ্যই আমরা সবাই জয়ের জন্য খেলি। এটা যদি নিয়মের মধ্যে হতো তাহলে ঠিক হতো। নিয়মে পরিষ্কার বলা আছে দুই মিনিটের ভেতর আমাকে সেখানে থাকতে হবে। আমাদের ভিডিও ফুটেজ আছে, সেটা পরে বিবৃতিতে প্রকাশ করব। আমি এখানে এসে যা ইচ্ছা তাই বলছি না। আমি প্রমাণের সঙ্গেই কথা বলছি। হেলমেটের ফিতা ছিঁড়ে যাওয়ার পরও আমার হাতে পাঁচ সেকেন্ড সময় ছিল। '

ম্যাথিউস যখন ক্রিজে আসেন তখন বোলার হিসেবে ছিলেন সাকিব আল হাসান। গার্ড নিতে যাওয়ার মুহূর্তেই তিনি খেয়াল করেন তার হেলমেটের ফিতা ছিঁড়ে গেছে। অনেক সময়ই স্পিনারদের বিপক্ষে হেলমেট ছাড়া খেলে থাকেন ব্যাটাররা। কিন্তু ম্যাথিউস সেটা করতে চাননি। তিনি বলেন, 'আমরা খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কথা বলি, তাই না? আপনারাই বলুন, হেলমেট ছাড়া গার্ড নেওয়াটা কি আমার জন্য ঠিক হতো? এটাই পিউর কমনসেন্স। সেই কারণে ওই মুহূর্তে আম্পায়ারদের কাজটা আরও বড় ছিল। স্পিনারদের বোলিংয়ের সময় উইকেটরক্ষককেই হেলমেট ছাড়া দাঁড়াতে দেওয়া হয় না। তাহলে আমি কীভাবে হেলমেট ছাড়া গার্ড নিতে পারি?'

বাংলাদেশ সময় ঃ ০০২৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
এএইচএস 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।