ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে যাচ্ছি এটাই বড় আমার জন্য: বিজয়

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
বিশ্বকাপে যাচ্ছি এটাই বড় আমার জন্য: বিজয়

বিশ্বকাপে বাংলাদেশের আর একটাই ম্যাচ বাকি এখন। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে ১১ নভেম্বর হবে ম্যাচটি।

এই ম্যাচে জিতলেও বাংলাদেশের সেমিফাইনাল খেলার কোনো সম্ভাবনা নেই। দলের বিশ্বকাপ মিশন যখন শেষ, তখন শুরু হচ্ছে এনামুল হক বিজয়ের।  

আঙুলে চোট পাওয়ায় সাকিব আল হাসানের বিশ্বকাপ শেষ হয়ে গেছে। অস্ট্রেলিয়া ম্যাচের স্কোয়াডে এতে জায়গা মিলেছে বিজয়ের। শেষ ম্যাচে দলের সঙ্গে যোগ দেওয়ায় অবশ্য কোনো আফসোস নেই তার। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের জানিয়েছেন, যেকোনোভাবে হোক অবদান রাখতে চান দলের জন্য।

বিজয় বলেন, ‘বিশ্বকাপের মতো আসরে যাওয়া ভাগ্যের বিষয়। শেষ ম্যাচে হলেও বিশ্বকাপে যাচ্ছি এটাই বড় আমার জন্য। আমি চাই যতটুকুই হোক দলে অবদান রাখতে। একটা ক্যাচ ধরে হোক বা ব্যাটিংয়ে সুযোগ পেলে হোক; দলকে জেতাতে চাই। ’

এর আগে এশিয়া কাপেও খেলতে গিয়েছিলেন এনামুল। তখনও তিনি সুযোগ পান লিটন দাসের অসুস্থতায়। এ নিয়ে বিজয় বলেন, ‘আসলে উপরওয়ালার ইচ্ছে ছিল। এজন্য হয়তো যেতে পারছি। এসব তো ক্রিকেটারদের সঙ্গে হতেই থাকে। ’ 

২০১৫ বিশ্বকাপে চোট নিয়ে ফিরতে হয়েছিল বিজয়কে। এবার তিনি যাচ্ছেন আরেকজনের চোটে। এ নিয়ে তিনি বলেন, ‘এটা আসলে আমিও কালকে চিন্তা করছিলাম ব্যাপারটা এরকমই। দোয়া করেন একটা ম্যাচই আছে। নিজেদের সেরাটা দিয়ে দলের জন্য যেন অবদান রাখতে পারি। ’

ভক্তদের দোয়া চেয়ে বিজয় বলেন, ‘তাদেরকে অনেক ধন্যবাদ। সবসময় সমর্থন দিচ্ছে। তাদের এই দোয়া যেন কাজে রূপান্তর করতে পারি। ভালো করতে পারি দলের জন্য। তারা এভাবেই দোয়া করতে থাকুক। নিজেকে যতটুকু প্রস্তুত করেছি, চেষ্টা করবো এপ্লাই করতে। ’

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।