ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শচীনের দুই রেকর্ড ভেঙে চূড়ায় কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
শচীনের দুই রেকর্ড ভেঙে চূড়ায় কোহলি

বিশ্বকাপে ছন্দে আছেন বিরাট কোহলি। একের পর এক দারুণ ইনিংস খেলার পাশাপাশি তিনি গড়ে যাচ্ছেন রেকর্ডও।

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ আসরের প্রথম সেমিফাইনালে ব্যাট হাতে আলো ছড়িয়ে গড়েছেন কয়েকটি রেকর্ড।  

২০০৩ সালের আসরে ১১ ইনিংসে ৬৭৩ রান করেছিলেন টেন্ডুলকার। ২০ বছর পর এক ইনিংস কম খেলেই তাকে টপকে গেলেন কোহলি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ৮০তম রান নেওযার সময় এই রেকর্ড গড়েন তিনি। সঙ্গে একই ইনিংসে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ডও নিজের করে নিয়েছেন ভারতীয় এই ব্যাটার।  

এদিকে এই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে আরও এক দারুণ রেকর্ড গড়েছেন কোহলি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫০টি শতক এখন কেবল তার দখলে। এই তালিকায় ৪৯টি শতক নিয়ে দুইয়ে থাকা টেন্ডুলকারকে তিনি ছুঁয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে। ৫ নভেম্বর ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচটিতে ২৪৩ রানের বড় ব্যবধানে জয়লাভ করে ভারত। এই তালিকায় তিনে থাকা রোহিত শর্মার সেঞ্চুরি ৩১টি।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।