ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

স্টোকসকে ছাড়াই মুলতানে খেলবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, অক্টোবর ৫, ২০২৪
স্টোকসকে ছাড়াই মুলতানে খেলবে ইংল্যান্ড

হ্যামস্ট্রিং ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি বেন স্টোকস। তাই মুলতানে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য তাকে ছাড়াই একাদশ সাজিয়েছে ইংল্যান্ড।

 

স্টোকস বলেন, ‘প্রথম ম্যাচের জন্য ফিট হয়ে উঠতে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি আমি। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি ম্যাচটি না খেলার। খেলার জন্য প্রস্তুত হতে পারিনি। আমরা একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছেছি। কিন্তু পরিস্থিতি বিবেচনা করলে এবং রিহ্যাবে আমি শারীরিকভাবে যে  অবস্থায় আছি, তাতে ম্যাচ খেলার জন্য প্রস্তুত নই আমি। ’

দুই মাস আগে দ্য হানড্রেড খেলার সময় চোটে পড়েন স্টোকস। যে কারণে থাকতে পারেননি ঘরের মাঠে অনুষ্ঠিত শ্রীলঙ্কা সিরিজে। সেই সিরিজে ইংলিশদের নেতৃত্ব দেন ওলি পোপ। মুলতান টেস্টেও তার কাঁধে থাকছে অধিনায়কত্বের ভার। আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া এই টেস্টে অভিষেক হচ্ছে ব্রাইডন কার্সের। এছাড়া একাদশে ফেরানো হয়েছে জ্যাক লিচকে।

ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জ্যাক লিচ, শোয়েব বশির।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।