ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজকে ধরে রাখেনি চেন্নাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
মোস্তাফিজকে ধরে রাখেনি চেন্নাই

আইপিএলের নতুন মৌসুমকে সামনে রেখে এবার অনুষ্ঠিত হবে ‘মেগা নিলাম’। এর আগে খেলোয়াড় ধরে রাখার তালিকা জমা দেওয়ার আজই ছিল শেষ সময়।

একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ছয়জন পুরোনো খেলোয়াড়কে ধরে রাখতে পারবে। সেই তালিকায় মোস্তাফিজুর রহমানকে রাখেনি চেন্নাই সুপার কিংস।

গত আসরে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে চেন্নাইয়ে লিখিয়েছিলেন মোস্তাফিজ। পুরো মৌসুম খেলতে না পারলেও খুব একটা খারাপ করেননি তিনি। ৯ ম্যাচ খেলে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। তবে তা আগামী মৌসুমে জায়গা ধরে রাখার জন্য নিশ্চিত ছিল না।

মেগা নিলামের আগে রবীন্দ্র জাদেজা ও রুতুরাজ গায়কোয়াড় ১৮ কোটি রুপি, মাথিশা পাথিরানা ১৩ কোটি রুপি, শিভাম দুবে ১২ কোটি রুপি এবং মহেন্দ্র সিং ধোনিকে ৪ কোটি রুপি দিয়ে ধরে রেখেছে চেন্নাই।  

আইপিএলে খেলোয়াড় ধরে রাখার তালিকা:

মুম্বাই ইন্ডিয়ান্স: জাসপ্রিত বুমরাহ (১৮ কোটি), সূর্যকুমার যাদব (১৬.৩৫ কোটি), হার্দিক পান্ডিয়া (১৬.৩৫ কোটি), রোহিত শর্মা (১৬.৩০ কোটি), তিলক ভার্মা (৮ কোটি)।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি (২১ কোটি), রজত পাটিদার (১১ কোটি), ও যশ দায়াল (৫ কোটি)।
দিল্লি ক্যাপিটালস: অক্ষর প্যাটেল (১৬.৫ কোটি), কুলদীপ যাদব (১৩.২৫ কোটি), ট্রিস্টান স্টাবস (১০ কোটি) ও অভিষেক পোরেল (৪ কোটি)।
কলকাতা নাইট রাইডার্স: রিংকু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারাইন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), হারশিত রানা (৪ কোটি) ও রমনদীপ সিং (৪ কোটি)।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস: নিকোলাস পুরান (২১ কোটি), রবি বিষ্ণোই (১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি), মহসিন খান (৪ কোটি) ও আইয়ুশ বাদোনি (৪ কোটি)।
সানরাইজার্স হায়দরাবাদ: প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), নিতিশ রেড্ডি (৬ কোটি), হাইনরিখ ক্লাসেন (২৩ কোটি) ও ট্রাভিস হেড (১৪ কোটি)।
গুজরাট টাইটান্স: রশিদ খান (১৮ কোটি), শুভমান গিল (১৬.৫ কোটি), সাই সুদর্শন (৮.৫ কোটি), রাহুল তেওয়াতিয়া (৪ কোটি) ও শাহরুখ খান (৪ কোটি)।
চেন্নাই সুপার কিংস: রবীন্দ্র জাদেজা (১৮ কোটি), রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিভাম দুবে (১২ কোটি) এবং মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি)।
পাঞ্জাব কিংস: শশাঙ্ক সিং (৫.৫ কোটি) ও প্রভসিমরান সিং (৪ কোটি)।
রাজস্থান রয়্যালস: সাঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জয়সওয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি) ও সন্দীপ শর্মা (৪ কোটি)।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।