ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সিনিয়র সহকারী কোচ হলেন সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
সিনিয়র সহকারী কোচ হলেন সালাউদ্দিন

জাতীয় দলের সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনের দায়িত্ব পাওয়ার ব্যাপারটি অনেকদিন ধরেই আলোচিত হচ্ছিল। আজ দুপুরে বিসিবিতে গিয়ে চূড়ান্ত কথা সেরে এসেছিলেন তিনি।

অবশেষে রাতে আনুষ্ঠানিক ঘোষণাও দিয়ে দিল বিসিবি।  

তবে সালাউদ্দিন দায়িত্ব নিচ্ছেন সিনিয়র সহকারী কোচ হিসেবে। ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্বে থাকবেন তিনি।  

সালাউদ্দিন জাতীয় দলের সঙ্গে যুক্ত হচ্ছেন, এমন সম্ভাবনা ছিল আগে থেকেই। কিন্তু কখনও বিসিবি, কখনও সালাউদ্দিনের অনাগ্রহে এটি এতদিন হয়নি। তবে গত ৫ আগস্ট রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর বিসিবিতেও পরিবর্তন আসে। এরপর থেকে কোচ হিসেবে সালাউদ্দিনের আসার গুঞ্জনও জোরালো হয়।  

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট চলাকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, সহকারী কোচ হিসেবে দেশের কাউকে নিচ্ছেন তারা। যদিও কারও নাম বলেননি তিনি। তবে সেই ব্যক্তি যে সালাউদ্দিনই, তা একপ্রকার অঘোষিত সত্য ছিল। মঙ্গলবার দুপুরে বিসিবিতে এসেছিলেন অভিজ্ঞ এই কোচ। এরপর তিনি ফারুক আহমেদের সঙ্গে বৈঠক করেন। সেখানে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি সালাউদ্দিনকে সহকারী কোচ করা হয়েছে।  

জাতীয় দলে অবশ্য নতুন নন সালাউদ্দিন। ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ ছিলেন তিনি। বিকেএসপিতে খণ্ডকালীন কোচ হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চারবার শিরোপা জিতিয়েছেন তিনি। ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমির দায়িত্ব সামলেছেন সালাউদ্দিন। ২০১৪ সালে তিনি সিঙ্গাপুরের প্রধান কোচের দায়িত্ব নেন।  

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।