ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজের তোপে কাঁপছে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
মোস্তাফিজের তোপে কাঁপছে আফগানিস্তান

উইকেট পতনের শুরুটা করলেন তাসকিন আহমেদ। পরে মোস্তাফিজুর রহমান একাই তুলে নিলেন তিন উইকেট।

তাদের আঘাতে কাঁপছে আফগানিস্তান।  

শারজাহতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৩ রান তুলেছে আফগানিস্তান।

আগে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়েছে আফগানিস্তান। তাসকিন আহমেদের পঞ্চম বলে উইকেট থেকে বেরিয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ (৫)। কিন্তু ফুল লেংথের বল এজ হয়ে চলে যায় উইকেটকিপার মুশফিকুর রহিমের গ্লাভসে। ৭ রানে প্রথম উইকেট হারায় আফগানরা।

প্রথম উইকেট হারানোর পর কিছুটা সাবধানী ব্যাটিং শুরু করে আফগানরা। ৫ ওভার শেষে ১ উইকেটে ১৯ রান তোলে তারা। অষ্টম ওভারে বল হাতে নিয়ে উইকেট পান মোস্তাফিজ। এই বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরে দিয়ে বের হয়ে যাওয়া বল খেলতে গিয়ে উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দেন রহমত শাহ (২)।

নিজের পরবর্তী ওভারে ফের উইকেট নেন মোস্তাফিজ। এবার তার শিকার অভিষিক্ত ওপেনার সেদিকউল্লাহ আতাল। ফিজের স্টাম্প বরাবর বল আতালের ব্যাট ফাঁকি দিয়ে প্যাডে লাগে। মোস্তাফিজের আবেদনে সাড়া দেন আম্পায়ার। অভিষেক ম্যাচে ৩০ বলে ২১ রান করে বিদায় নেন আতাল।  

ওই ওভারের পঞ্চম বলটি কাটার মারেন ফিজ। টাইমিংয়ে গড়বড় হয়ে যায় আজমতউল্লাহ ওমরাইয়ের। বল ব্যাটের কানা দিয়ে সোজা জমা হয় উইকেটকিপারের গ্লাভসে।  

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।