ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সৌম্য ফিরলেও আশা দেখাচ্ছেন শান্ত 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
সৌম্য ফিরলেও আশা দেখাচ্ছেন শান্ত 

ওপেনার তানজিদ হাসান তামিম দ্রুত বিদায় নেনে। এরপর হাল ধরেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত।

ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে সৌম্য ফিরলে ফের চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে আশার আলো হয়ে আছেন শান্ত।

বুধবার শারজাহতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে ২৩৬ রানের লক্ষ্য দিয়েছে আফগানরা। জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ২ উইকেটে ৮৬ রান করেছে বাংলাদেশ। ৩৯ বলে ৩৫ রান নিয়ে ব্যাট করছেন শান্ত

জবাব দিতে নেমে খুব সাবধানী শুরু পায় বাংলাদেশ। রান আসছিল ধীরে। এরমধ্যেই চতুর্থ ওভারের প্রথম বলেই আফগান পেসার আল্লাহ গজানফর বোল্ড করে ফেরান তানজিদ হাসানকে। ৫ বলে তিন করা তানজিদ বোল্ড হন। এরপর শুরু হয় সৌম্য ও শান্তর প্রতিরোধ। মাঝে মাত্র ২ বল করেই পায়ের পেশিতে টান লাগায় মাঠ ছাড়েন আফগান স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নবি।

এরপর কিছুটা হাত খুলতে শুরু করেন শান্ত। গজানফরের এক ওভারে এক চার ও এক ছক্কায় ১৪ রান তোলেন তিনি। দ্বাদশ ওভারে 'জীবন' পান শান্ত। আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে পুল করতে গিয়ে বল আকাশে তুলে দিয়েছিলন তিনি। কিন্তু দৌড়ে গেলেও ক্যাচ নিতে পারেননি আফগান উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু ওই ওভারের শেষ বলে পুল করতে গিয়ে ক্যাচ তুলে দেন সৌম্যও।

শান্তর মতো ভাগ্য সঙ্গ দেয়নি তাকে। ৪৫ বলে ৩৩ রান করে ফাইন লেগে ধরা পড়েন তিনি।  ওমরজাইয়ের বলে 'জীবন' পান মেহেদী হাসান মিরাজও। ১৪তম ওভারের দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দেন মিরাজ। কিন্তু নিচু হয়ে আসা ক্যাচ ধরতে পারেননি স্লিপে থাকা নবি।  

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।