ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও নেই মুশফিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও নেই মুশফিক

আঙুলের চোটে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটিতে খেলা হচ্ছে না বাংলাদেশের। তবে তার ইনজুরির ধাক্কাটা আরও বড়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেও থাকছেন না মুশফিক। ক্রিকবাজকে এমন খবরই দিয়েছেন জাতীয় দলের এক নির্বাচক।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কিপিংয়ের সময় আঙুলে আঘাত পান মুশফিক। জানা গেছে, এই চোট থেকে সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। তাতে ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে খেলা হচ্ছে না তার।

মুশফিকের চোট প্রসঙ্গে ক্রিকবাজকে সেই নির্বাচক বলেন, ‘মুশফিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে না যেহেতু তার সেরে উঠতে এক মাস বা তার বেশি লাগবে। সেই সফরে ওয়ানডেতে খেলবে কি না এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। হাতে সময় আছে। ’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। এরপর তিন ওয়ানডে ও সমানসংখ্যক টি-টোয়েন্টি খেলবে দুই দল। সুস্থ হয়ে উঠলে ওয়ানডেতে খেলবেন মুশফিক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে আগেই বিদায় বলে দিয়েছেন তিনি।  

বাংলাদেশ সময় : ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।