ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

১৬ মাস পর মাঠে ফিরলেন এবাদত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
১৬ মাস পর মাঠে ফিরলেন এবাদত ফাইল ছবি

অপেক্ষাটা এবাদত হোসেনের জন্য ছিল দীর্ঘ। প্রায় ১৬ মাসে দুটি বিশ্বকাপ যেতে দেখেছেন, সতীর্থদের খেলতে দেখেছেন অনেক অনেক ম্যাচ।

কিন্তু এবাদতকে এ সময় চলতে হয়েছে ক্র্যাচে ভর করে বা অন্যের নির্ভরতায়।

লিগামেন্টের চোটে পড়ার পর তার অস্ত্রোপচার হয়েছিল। আফগানিস্তানের বিপক্ষে গত বছরের জুলাইয়ে সবশেষ মাঠে নেমেছিলেন তিনি। সেই ম্যাচ চলাকালীনই চোট পান ডানহাতি এই পেসার।  

১৬ মাস পর শনিবার জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন এবাদত। কক্সবাজারের একাডেমি মাঠে খুলনার বিপক্ষে সিলেট বিভাগের হয়ে খেলছেন তিনি। এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করছে সিলেট। গতকাল নিজের মাঠে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন এবাদত।  

তিনি লিখেছেন, ‘১৬ মাস পর ইনশাআল্লাহ আগামীকাল থেকে আবার ক্রিকেটে যাত্রা শুরু করছি। আমি আমার পরিবার-বন্ধু এবং যারা আমাকে যাত্রায় সাহায্য করেছেন এবং আমাকে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে, বিসিবির ফিজিও/কোচ ও বিসিবি কর্মকর্তাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। দোয়া করবেন সবাই। ’

বাংলাদেশের হয়ে ২০টি টেস্ট খেলে ৪২ উইকেট নিয়েছেন এবাদত। ১২ ওয়ানডেতে তার শিকার ২২ উইকেট। এছাড়া ৪ টি-টোয়েন্টিতে আছে ৭ উইকেট।  

বাংলাদেশ সময় : ১১১৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।