ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকেরের অভিষেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকেরের অভিষেক

প্রথম ম্যাচে হেরে বাংলাদেশ অনেকটাই কোণঠাসা। সিরিজ বাঁচাতে দ্বিতীয়টিতে জয়ের বিকল্প নেই।

এরপর আসবে সিরিজ জয়ের ভাবনা। মেহেদী হাসান মিরাজ অবশ্য জানিয়েছেন, তাদের চোখ আপাতত এক ম্যাচে।  

শারজাহতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করবে বাংলাদেশ।  ব্যাটাররা শুরুতে উইকেটে সুবিধা পাবেন, এমন ভাবনায় ব্যাটিং নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বিশ্বাস, বোলাররাও পরে সুইং পাবেন। আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি বলেছেন, বাংলাদেশকে ২৪০ রানের মধ্যে আটকে রাখতে চান।

চোটের কারণে এ ম্যাচের একাদশে থাকবেন না মুশফিকুর রহিম, সেটি জানা গিয়েছিল আগেই। তার জায়গা নিয়েছেন আরেক উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক। এটি তার অভিষেক ওয়ানডে। আর লেগ স্পিনার রিশাদ হোসেনকে বাদ দিয়ে নেওয়া হয়েছে নাসুম আহমেদকে।  

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।