ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

কামরানের সেঞ্চুরিতে পাকিস্তানের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩০, নভেম্বর ২৮, ২০২৪
কামরানের সেঞ্চুরিতে পাকিস্তানের সিরিজ জয়

প্রথম ম্যাচে হারলেও পরের দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। নিশ্চিত করেছে সিরিজও।

বুলাওয়েতে সিরিজের শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৯৯ রানে হারিয়েছে তারা।

টস জিতে ব্যাট করতে নেমে কামরান গুলামের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩০৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। জবাবে ৪০.১ ওভার খেলে ২০৪ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। অধিনায়ক ক্রেইগ আরভিন সর্বোচ্চ ৫১ রান করলেও বাকিরা তেমন কোনো আশা জোগাতে পারেননি।  

পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন সাইম আইয়ুব, আবরার আহমেদ, হারিস রউফ ও আমের জামাল। একটি করে শিকার ফয়সাল আকরাম ও কামরানের।

এর আগে কামরান দাপট দেখান ব্যাট হাতে। ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিতে ৯৯ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করেন ডানহাতি এই ব্যাটার। এছাড়া আব্দুল্লাহ শফিকের ব্যাট থেকে আসে ৫০ রান।

এদিকে দুই দলের টি-টোয়েন্টি  সিরিজ শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।