ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

যুব এশিয়া কাপে পাকিস্তানের কাছে হারল ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, নভেম্বর ৩০, ২০২৪
যুব এশিয়া কাপে পাকিস্তানের কাছে হারল ভারত সংগৃহীত ছবি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে উড়ন্ত শুরু পেল পাকিস্তান। আসরে নিজেদের প্রথম ম্যাচেই তারা হারিয়ে দিল টুর্নামেন্টের ফেভারিট ভারতকে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ গ্রুপ 'এ'র ম্যাচে ৪৩ রানে জয় পেয়েছে পাকিস্তান। আগে ব্যাট করে তারা ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮১ রান সংগ্রহ করেছিল। জবাবে ৪৭.১ ওভারে ২৩৮ রান তুলতে সব উইকেট হারায় ভারতের যুবারা।

আগে ব্যাট করতে নামা পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার উসমান খান ও শাহজিব খান। তারা দুজন মিলে ১৬০ রানের জুটি গড়েন। ৯৪ বলে ৬০ রান করে উসমান বিদায় নিলেও সেঞ্চুরি তুলে নেন শাহজিব। ১৪৭ বলে ১৫৯ রানের দারুণ ইনিংস খেলে শেষ ওভারের প্রথম বলে আউট হন তিনি। দারুণ ইনিংসটি ১০টি চার ও ৫টি ছক্কায় সাজানো।  

দুই ওপেনার ছাড়া পাকিস্তানের আর কোনো ব্যাটার অবশ্য বলার মতো রান করতে পারেননি। কিন্তু শাহজিবের ওই এক ইনিংসই পাকিস্তানকে লড়াকু পুঁজি এনে দেয়। যা পরে ভারতের জন্য অনতিক্রম্য হয়ে দাঁড়ায়। বল হাতে ভারত সামর্থ্য নাগারাজ ৩টি ও আয়ুশ মহাত্রে নেন ২ উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ২৮ রানেই দুই ওপেনারের উইকেট হারিয়ে ফেলে ভারত। এরপর আর সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি তারা। পাঁচে নেমে ৭৭ বলে বলে ৬৭ রান করে কিছুটা চেষ্টা করেছিলেন নিখিল কুমার। আর শেষদিকে ২২ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন মোহামেদ ইনান। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে লাগেনি ওই দুই ইনিংস।

বল হাতে পাকিস্তানের আলী রেজা ৩টি এবং আব্দুল সুবহান ও ফাহাম-উল-হক নিয়েছেন ২টি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।