ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ভেজা আউটফিল্ড, নির্দিষ্ট সময়ে হচ্ছে না কিংসটন টেস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৪, নভেম্বর ৩০, ২০২৪
ভেজা আউটফিল্ড, নির্দিষ্ট সময়ে হচ্ছে না কিংসটন টেস্ট সংগৃহীত ছবি

কিংসটনে বৃষ্টি নেই। আকাশ ঝলমল করছে।

কিন্তু উইকেটের পাশে ও আউটফিল্ডের একটা অংশ স্যাঁতস্যাঁতে অবস্থায় আছে। যে কারণে টসে বিলম্ব হচ্ছে।  

অ্যান্টিগায় প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজ কিংসটনের স্যাবাইনা পার্কে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় টেস্টের। কিন্তু ভেজা আউটফিল্ডের কারণে এই প্রতিবেদন লেখা পর্যন্ত টস করা সম্ভব হয়নি।

পিচ ও কন্ডিশন দেখে সম্প্রচার মাধ্যমকে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার স্যামুয়েল বদ্রি বলেন, 'ঘাসে ঢাকা হওয়া সত্ত্বেও পিচ খুব ভালো অবস্থায় আছে। কিন্তু খারাপ সংবাদ হলো- পিচের বাইরে আমি যেদিকেই তাকাই, একদম স্যাঁতস্যাঁতে। মাটিতে পা রাখলে, পানি উঠে আসে। '

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।