ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

হোয়াইটওয়াশের জন্য বাংলাদেশকে ১৮৬ রান করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৮, ডিসেম্বর ২, ২০২৪
হোয়াইটওয়াশের জন্য বাংলাদেশকে ১৮৬ রান করতে হবে সংগৃহীত ছবি

প্রথম উইকেট হারানোর পর জুটি গড়লেন এমি হান্টার ও গ্যাবি লুইস। দুজন ফেরার পর বেশ চাপেই পড়ে যায় আয়ারল্যান্ড।

তবে শেষদিকে ব্যাটারদের ছোট ছোট জুটিতে লড়াই করার পুঁজি পেয়েছে তারা।  

সোমবার মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দল। শুরুতে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১৮৫ রান করেছে আইরিশরা।  

টস জিতে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে আয়ারল্যান্ডের মেয়েরা। ষষ্ঠ ওভারে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন সারাহ ফোর্বেস। ১৮ বলে ৫ রান করে সুলতানা খাতুনের বলে বোল্ড হন তিনি। এরপর জুটি গড়েন গ্যাবি লুইস ও এমি হান্টার।  

তাদের ৪৮ রানের জুটি ভাঙেন রাবেয়া খান। তার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান ৪০ বলে ২৩ রান করা এমি। তবে গ্যাবি তুলে নেন হাফ সেঞ্চুরি। তিনি আউট হওয়ার পর একরকম বিপর্যয়ে পড়ে যায় আইরিশরা।  

৭৯ বলে ৫২ রান করা গ্যাবিকে বোল্ড করেন ফাহিমা খাতুন। পরের ২৬ রানে আরও চার উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ডের মেয়েরা। এরপর সপ্তম উইকেট জুটিতে ৩৭ রান যোগ করেন আরলেনে কেললি ও আলানা ডালজেল।

২৮ বলে ১৮ রান করে নাহিদা আক্তারের বলে তার হাতেই ক্যাচ দিয়ে কেললি ফিরলে এই জুটি ভাঙে।  ৪৪ বলে ১৯ রান করে আউট হন আলানা। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন ফাহিমা খাতুন। আর দুই উইকেট করে নেন সুলতানা ও নাহিদা।  

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।