শুরুতে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্য থাকল নাগালের ভেতর। এরপর শুরুতে উইকেট হারানো বাংলাদেশকে পথ হারাতে দেননি শারমিন আক্তার সুপ্তা ও ফারজানা হক।
সোমবার মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আয়ারল্যান্ড নারী দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। শুরুতে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১৮৫ রান করে আইরিশরা। ওই রান তাড়ায় নেমে ৩৭ ওভার ৩ বল খেলেই জয় পায় বাংলাদেশ। দেশের মাটিতে প্রথমবার কোন দলকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছে তারা।
তিন ম্যাচ সিরিজের সবগুলোতেই জিতেছে তারা। ১৯ পয়েন্ট নিয়ে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপে সাতে উঠে এসেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দুটি জিতলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে নিগার সুলতানা জ্যোতির দল।
টস জিতে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে আয়ারল্যান্ডের মেয়েরা। ষষ্ঠ ওভারে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন সারাহ ফোর্বেস। ১৮ বলে ৫ রান করে সুলতানা খাতুনের বলে বোল্ড হন তিনি। এরপর জুটি গড়েন গ্যাবি লুইস ও এমি হান্টার।
তাদের ৪৮ রানের জুটি ভাঙেন রাবেয়া খান। তার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান ৪০ বলে ২৩ রান করা এমি। তবে গ্যাবি তুলে নেন হাফ সেঞ্চুরি। তিনি আউট হওয়ার পর একরকম বিপর্যয়ে পড়ে যায় আইরিশরা।
৭৯ বলে ৫২ রান করা গ্যাবিকে বোল্ড করেন ফাহিমা খাতুন। পরের ২৬ রানে আরও চার উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ডের মেয়েরা। এরপর সপ্তম উইকেট জুটিতে ৩৭ রান যোগ করেন আরলেনে কেললি ও আলানা ডালজেল।
২৮ বলে ১৮ রান করে নাহিদা আক্তারের বলে তার হাতেই ক্যাচ দিয়ে কেললি ফিরলে এই জুটি ভাঙে। ৪৪ বলে ১৯ রান করে আউট হন আলানা। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন ফাহিমা খাতুন। আর দুই উইকেট করে নেন সুলতানা ও নাহিদা।
রান তাড়ায় নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। আরও একবার ব্যর্থ হন মুর্শিদা খাতুন। ১৬ বলে ৮ রান করে ওরলা প্রেনডারগনিস্টের বলে সারাহ ফোর্বাসের হাতে ক্যাচ দেন এই ওপেনার। কিন্তু এরপরই দলের হাল ধরেন দুই ইনফর্ম ব্যাটার ফারজানা হক ও শারমিন আক্তার সুপ্তা।
দুজনের জুটিতে ১৪৩ রান আসে। আগের দুই ম্যাচে দলের রান ও জয়ের ব্যবধানে রেকর্ড গড়ে বাংলাদেশ। এদিন হয় জুটির রেকর্ড। নারীদের ওয়ানডেতে এতদিন বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল রুমানা আহমেদ ও শারমিন আক্তার সুপ্তার। ২০১৭ সালে কক্সবাজের দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে ১২৭ রান করেছিলেন তারা।
এ ম্যাচে ১৪৩ রানের জুটিতে সেটি ভেঙে দেন সুপ্তা ও ফারজানা। দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। ৮৮ বলে ১১টি চারে ৭২ রান করে সুপ্তা আউট হন আইমে ম্যাগুয়েরের বলে। জয়ের বন্দরে পৌঁছানোর আগেই আউট হয়ে যান ফারজানাও। ৯৯ বলে ৬১ রান করে ম্যাগুয়েরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।
তবে দলের বাকি পথটুকু টেনে নেন সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতি। ১৮ বলে ১৮ রান করে জ্যোতি ও ৮ বলে ৭ রান করে অপরাজিত থাকেন সোবহানা।
বাংলাদেশ সময় : ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
এমএইচবি/এএইচএস