ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের স্বপ্ন ভেঙে দৃষ্টিহীনদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, ডিসেম্বর ৩, ২০২৪
বাংলাদেশের স্বপ্ন ভেঙে দৃষ্টিহীনদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকিস্তান

প্রথমবারের মতো কোয়ালিফাই করেছিল ফাইনালে। কিন্তু সেখানে গিয়ে হোঁচট খেল বাংলাদেশ।

পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হলো তাদের। ১০ উইকেটের জয়ে দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিল পাকিস্তান।

আগে ব্যাট করতে নামা বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ১৩৯ রান করে। জবাব দিতে নেমে ৫৪ বল হাতে রেখেই এই রান তাড়া করে ফেলে পাকিস্তান। পাকিস্তানের দুই ওপেনার নিসার আলী ও মোহাম্মদ সফদার কোনো উইকেটই হারাতে দেননি দলকে। নিসারের ৭২ রানের বিপরীতে ৪৭ রানে অপরাজিত থাকেন সফদার।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন আরিফ হুসেইন। দৃষ্টিহীনদের বিশ্বকাপে সেরা দল ভারত। প্রথম তিন আসরের চ্যাম্পিয়নরা পাকিস্তান থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।