ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

শর্ত সাপেক্ষে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে সম্মতি পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৯, ডিসেম্বর ৬, ২০২৪
শর্ত সাপেক্ষে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে সম্মতি পাকিস্তানের

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে লম্বা সময় ধরে আলোচনা হয়ে যাচ্ছে। কিন্তু এখনও আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত।

এর মধ্যেই জানা গেল ‘হাইব্রিড’ মডেলে আসরটি আয়োজনের জন্য রাজি হয়েছে পাকিস্তান। কিন্তু এখানে তারা শর্ত জুড়ে দিয়েছে। ২০২৭ পর্যন্ত দুই দেশে আইসিসি ইভেন্টগুলো হাইব্রিড মডেলেই হওয়া শর্তে রাজি হয়েছে পিসিবি, এমনটাই জানিয়েছে পিটিআই।

চলতি মাসের ১ তারিখ থেকে আইসিসি প্রধান হিসেবে দায়িত্ব শুরু করেছেন জয় শাহ। মসনদে বসেই বিষয়টি নিয়ে বসেছেন তিনি। সংবাদ সংস্থা পিটিআই আইসিসির সূত্র উল্লেখ করে জানিয়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজনের জন্য রাজি হয়েছে পিসিবি। কিন্তু তারা শর্ত দিয়েছে ২০২৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তানে হওয়া আইসিসি টুর্নামেন্টগুলো হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হবে।  

পিটিআই জানায়, গতকাল (বৃহস্পতিবার) দুবাইতে আইসিসির নতুন সভাপতি জয় শাহের সঙ্গে বোর্ড কর্তাদের মিটিং হয়। যেখানে পিসিবি কর্তারাও ছিলেন। সেখানে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মিটিংয়ে পাকিস্তান ২০৩১ সাল পর্যন্ত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে পারস্পরিক সমঝোতার কথা জানায়। কিন্তু আইসিসি ২০২৭ সাল পর্যন্ত সেটি করতে রাজি হয়।  

আইসিসি সূত্র পিটিআইকে এই ব্যাপারে বলেন, ‘প্রাথমিকভাবে পাকিস্তান ও দুবাইতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত দুই পক্ষ থেকেই গৃহীত হয়েছে। যেখানে ভারত নিজেদের ম্যাচগুলো খেলবে দুবাইতে। এই সিদ্ধান্ত সবার জন্যই ভালো হয়েছে। ’

এদিকে ২০২৫-২০২৭ পর্যন্ত ভারতে দুইটি আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হবে। যার মধ্যে রয়েছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাইব্রিড মডেলের সিদ্ধান্ত যদি সত্যি হয়ে থাকে, এক্ষেত্রে এই দুই টুর্নামেন্টে পাকিস্তানের জন্য আলাদা দেশে আয়োজন করতে হবে ম্যাচগুলো। ২০২৬ বিশ্বকাপে অবশ্য যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। এক্ষেত্রে নিজেদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে পাকিস্তান।  

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।