ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, ডিসেম্বর ৬, ২০২৪
পাকিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

বেশির ভাগ কাজ করে দিলেন বোলাররাই। প্রতিপক্ষকে আটকে রাখলেন অল্পতে।

ওই রান তাড়া করতে নেমে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। তবে অধিনায়ক আজিজুল হক তামিম ও শিহাব জেমসের জুটিতে সেটি সামলে নেয় তারা, পায় জয়।  

শুক্রবার দুবাইয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুরুতে ব্যাট করতে নেমে ৩৭ ওভার ব্যাট করে ১১৬ রানে সব উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। রান তাড়ায় নেমে ২২ ওভার ১ বল খেলেই জয় পায় বাংলাদেশের যুবারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ আরেক সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারানো ভারতের যুবারা।  

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। দলটির দুই ওপেনারকেরই শূন্য রানে ফেরান পেসার মারুফ মৃধা। প্রথম ওভারের চতুর্থ বলে উসমান খান ক্যাচ দেন চার বলে শূন্য রান করে। নিজের পরের ওভারে এসে তিন বলে শূন্য রান করা শাহজিব খানকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন মারুফ।  

৭ রানে দুই উইকেট হারানোর পর জুটি গড়েন মুহাম্মদ রিয়াজউল্লাহ ও অধিনায়ক সাইদ বেগ। ইকবাল হোসেন ইমনের বলে মারুফ মৃধার হাতে ক্যাচ দিয়ে আউট হন সাইদ, ভাঙে ৪২ রানের জুটি। ৬৫ বলে ২৮ রান করা রিয়াজউল্লাহকেও আউট করেন ইমন।  

জুটি গড়া দুই ব্যাটার আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। একপ্রান্তে কিছুটা লড়াই করেন ফারহান ইউসুফ। ৩২ বলে ৩২ রান করে দেবাশীষের বলে আউট হন তিনি। বাংলাদেশের পক্ষে ৭ ওভারে ২৪ রান দিয়ে চার উইকেট তুলে নেন ইকবাল হোসেন ইমন। মারুফ দুই ও আল ফাহাদ, দেবাশীষ দেবা পান একটি করে উইকেট।  

রান তাড়ায় নেমে শুরুতে সুবিধা করতে পারেনি বাংলাদেশও। ১৪ বল খেলেও কোনো রান না করেই ফিরে যান কালাম সিদ্দিকী। এরপর আরেক ওপেনার জাওয়াদ আবরারও ২৫ বলে ১৭ রান করে আব্দুল সোবহানের বলে ক্যাচ দেন।  

২৮ রানে দুই উইকেট হারিয়ে ফেলার পর চাপ কিছুটা বাড়ে বাংলাদেশের জন্যও। তবে অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও শিহাব জেমসের জুটিতে সেটি কাটিয়ে উঠে তারা।  

দুজনের ৫৭ রানের জুটি ভাঙে ৩৬ বলে ২৬ রান করে নাভিদ আহমেদের বলে শিহাব আউট হলে। তবে ততক্ষণে ম্যাচ অনেকটাই বাংলাদেশের নিয়ন্ত্রণে। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তামিম। ৭ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।