ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে ফাইনালে সেরাটা দেওয়ার প্রত্যয় যুবাদের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, ডিসেম্বর ৭, ২০২৪
ভারতের বিপক্ষে ফাইনালে সেরাটা দেওয়ার প্রত্যয় যুবাদের

গত আসরে বাংলাদেশ পরেছিল চ্যাম্পিয়নের মুকুট। প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছিল তারা।

ওই ধারাবাহিকতা ধরে রেখে এবারও পৌঁছে গেছে ফাইনালে। আগেরবার শিরোপা লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতকে হারায় বাংলাদেশ।  

এবার সামনে বেশ কঠিন প্রতিপক্ষ। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ, তাদের প্রতিপক্ষ ভারত হারিয়েছে শ্রীলঙ্কাকে। এখন অবধি ১০ বার হওয়া যুব এশিয়া কাপের সাতবারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত, কখনোই হারেনি ফাইনালে।  

তাদের বিপক্ষে খেলার আগে সেরাটা দেওয়ার প্রত্যয়ই জানিয়েছেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তিনি বলেন, ‘ফাইনালে আমরা আমাদের সেরা খেলা উপহার দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের সর্বোচ্চ লক্ষ্য থাকবে আমরা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবো। ’ 

‘বর্তমানে আমরা এখনও এশিয়া কাপের চ্যাম্পিয়ন আছি। এবং ওটা ধরে রাখার চেষ্টা করবো। অবশ্যই চ্যালেঞ্জ আছে, থাকবে। আমরা তা মোকাবেলা করার সামর্থ্যও রাখি। ফাইনালে আমরা সবাই সবদিক থেকে ফিট আছি মানসিক ও শারিরীকভাবে। আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। ’ 

ভারতকে প্রস্তুতি ম্যাচে হারানোর স্মৃতি মনে করে তিনি বলেন, ‘হ্যাঁ অবশ্যই আমরা তাদের প্রস্তুতি ম্যাচে হারিয়েছি। এটা আমাদের অনুপ্রেরণা দেয়, সাহস ও আত্মবিশ্বাস দেয়। আমরা সেটা নিয়েও ফাইনালে ভালো ও সেরাটা দেওয়ার চেষ্টা করবো। ’

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।