ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

লিটনকে অধিনায়ক করে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৯, ডিসেম্বর ১০, ২০২৪
লিটনকে অধিনায়ক করে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

চোটের কারণে টেস্ট ও ওয়ানডে দলে ছিলেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বদলে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

টি-টোয়েন্টিতেও নেই শান্ত, তবে এই ফরম্যাটে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। তাকে নেতৃত্বে রেখে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।  

এই সিরিজে নতুন মুখ হিসেবে আছেন রিপন মণ্ডল। এনসিএল টি-টোয়েন্টি খেলতে তিনি ছিলেন সিলেটে। এখন ক্যারিবিয়ানের বিমান ধরবেন তিনি। এছাড়া ফেরানো হয়েছে আফিফ হোসেনকেও।  

আগামী ১৬ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ১৮ ও ২০ ডিসেম্বর হবে পরের দুই ম্যাচ। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায়।

টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মণ্ডল।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪

এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।