ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

পুরো বাংলাদেশের মানুষই খুশি: লিটন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩০, ডিসেম্বর ১৮, ২০২৪
পুরো বাংলাদেশের মানুষই খুশি: লিটন

ওয়ানডে সিরিজে বাংলাদেশ হয়েছিল হোয়াইটওয়াশ। এরপর প্রত্যাশার পারদও কিছুটা নেমে গিয়েছিল।

কিন্তু টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্তভাবে ফিরে এসেছে তারা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো এই ফরম্যাটে পেয়েছে সিরিজ জেতার স্বাদ।  

এক ম্যাচ হাতে রেখেই এই কীর্তি গড়ে ফেলেছে তারা। বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাংলাদেশ বেশ বিপদেই ছিল। ১৫ ওভার শেষে ৮০ রানে ছিল ছয় উইকেট। পরের পাঁচ ওভারে বাংলাদেশ তোলে ৪৯ রান। এর মধ্যে ১৭ বলে ৩৫ রান করেন শামীম হোসেন।  

জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক লিটন বলেন, ‘আমি খুব খুশি। শুধু আমি না, পুরো বাংলাদেশের মানুষই খুশি। আমরা এমন জয়ের দিকে তাকিয়ে ছিলাম। আমি যখন প্রথম বল খেলি, খুব কঠিন ছিল ব্যাট করা। শামীমকে ধন্যবাদ, সে খুব ভালো ব্যাট করেছে। ’

১২৯ রানের পুঁজি নিয়ে জয় পাওয়া সহজ হওয়ার কথা ছিল না। তবে তৃতীয় ওভারে দুই উইকেট এনে দেন তাসকিন আহমেদ। এরপর নিয়মিতই উইকেট নিয়েছেন বোলাররা, ক্যারিবীয়রা অলআউট হয় ১০২ রানে। ম্যাচশেষে তাদের কৃতিত্ব দিতেও ভুলেননি অধিনায়ক লিটন।

তিনি বলেন, ‘বোলারদের কৃতিত্ব দিতেই হয়। যখন আমরা উইকেট নিয়েছি, যেই বোলিংয়ে এসেছে উইকেট এনে দিয়েছে। এটা আসলে দলীয় প্রচেষ্টার ব্যাপার ছিল। আমরা একটা ভালো ফ্লোতে ছিলাম ওই মুহূর্তে। আমাদের এসে ভালো ক্রিকেট খেলতে হবে আবারও। ’
 
ম্যাচ সেরা হওয়া শামীম পাটোয়ারী তার অনুভূতি জানিয়ে বলেন, ‘আমি খুব খুশি। অনেকদিন পর জাতীয় দলে ফিরেছি। আমি খুবই খুশি। দলে আমার ভূমিকা হচ্ছে ফিনিশার হিসেবে, বল মারতে হবে। গত কয়েক মাস আমি অনেক পরিশ্রম করেছি। ’

বাংলাদেশ সময় :
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।