ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ঢাকাকে ১৭৪ রানের লক্ষ্য দিল খুলনা 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, জানুয়ারি ৩, ২০২৫
ঢাকাকে ১৭৪ রানের লক্ষ্য দিল খুলনা  সংগৃহীত ছবি

ভালো শুরু পেলেও সেটি ধরে রাখতে পারল না খুলনা টাইগার্স। তবে শুরুতে মোহাম্মদ নাঈম, পরে মাহিদুল ইসলাম অঙ্কন, জিয়াউর রহমান ও আবু হায়দার রনির ব্যাটে ভালো সংগ্রহ পেয়েছে তারা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও খুলনা টাইগার্স। যেখানে টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান করেছে খুলনা।

আগে ব্যাট করতে নেমে খুলনাকে মোটামুটি ভালো শুরু পাইয়ে দেন দুই ওপেনার নাঈম ও উইলিয়াম বোসিস্টো। দুজনের মধ্যে নাঈম ১৭ বলে ৩০ রান করে বিদায় নিলে ভাঙে ওপেনিং জুটি। এরপর দলীয় ৫৭ পর্যন্ত যেতে আরও ২ উইকেট হারিয়ে ফেলে খুলনা। তিনে নামা আফিফ হোসেন ও চারে নামা ইব্রাহীম জাদরান কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

খুলনার আরও চাপ বাড়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (৮) ও মোহাম্মদ নওয়াজ (৫) দ্রুত ফিরে গেলে। অন্যপ্রান্তে উইকেট পতনের মিছিল দেখে খোলসে ঢুকে পড়েন উইলিয়াম। দলকে ৯৩ রানে রেখে তিনি যখন ফেরেন, তার নামের পাশে তখন ২৮ বলে ২৬ রানের দুর্বল ইনিংস।

খুলনার ঘুরে দাঁড়ানোর শুরু অঙ্কন ও জিয়াউর রহমানের হাত ধরে। ১৫ বলে ২২ রান করে জিয়া বিদায় নেন মোস্তাফিজুর রহমানের বলে। আর ২২ বলে ৩২ রানের ইনিংস খেলে ১৯তম ওভারে আউট হন অঙ্কন। ততক্ষণে দেড়শর কাছাকাছি পৌঁছে যায় খুলনা। আর শেষদিকে আবু হায়দার রনি ৮ বলে ৩ ছক্কায় অপরাজিত ২১ রান করে দলকে লড়াকু সংগ্রহ পাইয়ে দেন।  

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।