ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

ক্রিকেট

বুমরাহর প্রশংসায় যা বললেন পন্টিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
বুমরাহর প্রশংসায় যা বললেন পন্টিং

এবার বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া-ভারত নয়, যেন লড়াইটি ছিল অস্ট্রেলিয়া বনাম জাসপ্রিত বুমরাহর। এক হাতে দলকে বেশ কয়েকবার ম্যাচের মোমেন্টাম এনে দেন তিনি।

কিন্তু দুর্দান্ত পারফরম্যান্সের পরও দিনশেষে তাকে থাকতে হয়েছে পরাজিত হয়ে। যদিও পাঁচ ম্যাচে সর্বোচ্চ ৩২ উইকেট নেওয়ায় সিরিজ সেরার পুরস্কার উঠেছে তার হাতেই।

অস্ট্রেলিয়ায় খেলতে আসা সফরকারী কোনো বোলার এভাবে দাপট দেখাতে পারেননি বলে মনে করেন অনেকেই। তবে কিংবদন্তি অজি ব্যাটার রিকি পন্টিংয়ের কাছে এটিই সর্বকালের সেরা পেস বোলিং প্রদর্শনী।

পন্টিং বলেন, ‘নিঃসন্দেহে, আমার দেখা সম্ভবত পেস বোলিং প্রদর্শনীর সেরা সিরিজ এটি। হ্যাঁ, সিরিজের বেশিরভাগ সময় কন্ডিশন ফাস্ট বোলারদের অনুকূলে ছিল। তবে অন্যদের তুলনায় বুমরাহ ব্যাটিংকে আরও কঠিন করে তুলেছে। ’

‘অস্ট্রেলিয়ান টপ-অর্ডারে প্রচুর কোয়ালিটি সম্পন্ন ব্যাটার আছে। তবে সে সবাইকেই বিভিন্ন সময়ে অস্বস্তিতে ফেলেছে। ’

ব্যক্তিগতভাবে বুমরাহর সিরিজটি দারুণ কাটলেও ভারতে জন্য তা ছিল না। তাদের ৩-১ ব্যবধানে হারিয়ে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। আজ শেষ টেস্টে ৬ উইকেটের জয় পায় তারা। যদিও সেই ম্যাচের শেষ ইনিংসে চোটের কারণে বোলিং করতে পারেননি বুমরাহ।

তিনি বলেন, ‘কিছুটা হতাশা কাজ করছে, তবে মাঝেমধ্যে শরীরকেও সায় দিতে হয়। শরীরের সঙ্গে লড়াই করা যায় না। প্রথম ইনিংসের দ্বিতীয় স্পেল করার সময় কিছুটা অস্বস্তি অনুভব করি আমি। সম্ভবত সিরিজের সবচেয়ে ঝাঁজালো উইকেটে বোলিং করতে না পারায় হতাশ লাগছে। ’

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।