ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের মাঝপথে মোসাদ্দেককে দলে নিল শাকিব খানের ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, জানুয়ারি ৬, ২০২৫
বিপিএলের মাঝপথে মোসাদ্দেককে দলে নিল শাকিব খানের ঢাকা মোসাদ্দেক হোসেন সৈকত। ছবি : সংগৃহীত

বিপিএলের প্রথম তিন ম্যাচই হেরেছে ঢাকা ক্যাপিটালস। ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি মাঠের বাইরে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজন করলেও মাঠের ক্রিকেটে হতাশই করেছে ।

 

টুর্নামেন্ট শুরুর আগেই অবশ্য দলটির হেড কোচ খালেদ মাহমুদ সুজন জানান, একজন মিডল অর্ডার ব্যাটারদের ঘাটতি আছে তাদের।  

তবে এবার তারা নিয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। আসিফ হাসানের বদলি হিসেবে ঢাকা স্কোয়াডে নিয়েছে তাকে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি আশা প্রকাশ করেছে, টুর্নামেন্টে ভালো কিছু করবেন মোসাদ্দেক।

এবারের নিলামে অবিক্রিত ছিলেন মোসাদ্দেক। এনসিএলের কোয়ালিফায়ার ম্যাচে ১৩ রানে ৩ উইকেট নিয়ে ঢাকা মেট্রোকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার।  

সবমিলিয়ে টি-টোয়েন্টিতে ১৫৩ ম্যাচ খেলে ২১০৮ রান ও ৬৪ উইকেট নিয়েছেন মোসাদ্দেক।  

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।