ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

প্রতিরোধের পরও হার এড়াতে পারেনি পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৫, জানুয়ারি ৬, ২০২৫
প্রতিরোধের পরও হার এড়াতে পারেনি পাকিস্তান

ফলো-অনে পড়ে পাকিস্তান এমন প্রতিরোধ দেখাবে তা হয়তো ভাবনায় আসেনি অনেকেরই। কিন্তু দলটা যে ‘আনপ্রেডিক্টেবল’।

তারপরও ম্যাচটি ভুলেই যেতে যাবে তারা। কেননা জয়ের হাসিটা দিনশেষে দক্ষিণ আফ্রিকার মুখেই ফুটেছে।

কেপটাউনে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। একইসঙ্গে দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে স্বাদ দিল ধবলধোলাইয়ের।

৫৮ রানের লক্ষ্য পেরোতে কেবল ৪৩ বল লাগে ডেভিড বেডিংহাম (৪৪) ও এইডেন মার্করামের (১৪)। চতুর্থ দিনের শুরুটা পাকিস্তান করেছিল ১ উইকেটে ২১৫ রান নিয়ে। আগের দিন সেঞ্চুরি তুলে নেওয়া শান মাসুদ আজও মাটিত কামড়ে পড়ে থাকার চেষ্টা করেছিলেন। কিন্তু ২৫১ বলে ১৭ চারে ১৪৫ রানে থামতে হয় পাক অধিনায়ককে। কোয়েনা মাফাকার বলে এলবডব্লিউ হন তিনি।

মোহাম্মদ রিজওয়ান (৪১) ও আগা সালমান (৪৮) চেষ্টা করেছিলেন বটে কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি। তাই ৪৭৮ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও কেশভ মহারাজ।  

পাকিস্তানকে ফলো-অনে ফেলেও ইনিংস ব্যবধানে জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে দক্ষিণ আফ্রিকার। তবে টেস্টে টানা সপ্তম জয় তুলে নিতে কোনো ভুল করেনি। সেই সুখস্মৃতি নিয়েই আগামী জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামবে তারা।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
এএইচএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।