ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সিলেটের সামনে ২০৪ রানের লক্ষ্য চিটাগাংয়ের

স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, জানুয়ারি ১৩, ২০২৫
সিলেটের সামনে ২০৪ রানের লক্ষ্য চিটাগাংয়ের

পারভেজ হোসেন ইমন ফেরেন শুরুতেই। তার ব্যর্থতার পর অবশ্য পথ হারায়নি চিটাগাং কিংস।

উসমান খান ও গ্রাহাম ক্লার্কের জুটিতে তারা পায় বড় রানের ভিত। পরে শেষটা দারুণ করেন মোহাম্মদ মিঠুন ও হায়দার আলী।

সিলেটে বিপিএলের ম্যাচে চিটাগাং কিংসের মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স। শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান করেছে চিটাগাং।  

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই প্রথম উইকেট হারায় চিটাগাং কিংস। ১০ বলে স্রেফ ৭ রান করে আউট হয়ে যান পারভেজ হোসেন ইমন। চ্যাম্পিয়নস ট্রফিতে লিটন দাসের জায়গায় নেওয়া হয় তাকে। আগের দিন লিটন সেঞ্চুরি করলেও ব্যর্থ হন ইমন।  

তাকে হারালেও চিটাগাংকে পথ হারাতে দেননি উসমান খান ও গ্রাহাম ক্লার্ক। তাদের দুজনের জুটিতে ৩৯ বলে আসে ৬৮ রান। আরিফুল হকের বলে ক্যাচ তুলে দিয়ে উসমান আউট হলে এই জুটি ভেঙে যায়। ৩৫ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৩ রান করেন তিনি।  

গ্রাহাম ক্লার্কও সেঞ্চুরি তুলেই ফেরেন। ৩৩ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৬০ রান করেন তিনি। শেষদিকে ১৯ বলে ২৮ রান করেন মিঠুন। ৪ চার ও ৩ ছক্কায় ১৮ বলে ৪২ রান করেন হায়দার আলী।  

বাংলাদেশ সময় : ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।