ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

শতক হাঁকানোর পরদিন পিএসএলে দল পেলেন লিটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, জানুয়ারি ১৩, ২০২৫
শতক হাঁকানোর পরদিন পিএসএলে দল পেলেন লিটন লিটন দাস/সংগৃহীত ছবি

একদিন আগে দুটি বড় ধরনের ঘটনা ঘটে গেছে লিটন দাসের জীবনে। দুপুরের দিকে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়ার দুঃসংবাদ শুনেছেন তিনি।

এর 'জবাবে' রাতেই আবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হাঁকিয়েছেন দ্রুততম শতক।  

৪৪ বলের ঝোড়ো সেঞ্চুরিটি আবার টি-টোয়েন্টিতে লিটনের প্রথম সেঞ্চুরি। এর একদিন পরেই অর্থাৎ আজ আরও সুসংবাদ পেলেন তিনি। পিএসএলের ড্রাফটে দল পেয়েছেন এই ডানহাতি উইকেটকিপার-ব্যাটার। তাকে দলে নিয়েছে করাচি কিংস। যে দলে তিনি সতীর্থ হিসেবে পাচ্ছেন ডেভিড ওয়ার্নার, শোয়েব মালিক ও শান মাসুদের মতো ক্রিকেটারদের।

নিলামে সিলভার ক্যাটাগরিতে ছিলেন লিটন। আর গোল্ড ক্যাটাগরিতে ছিলেন নাহিদ রানা। বাংলাদেশের এই বোলিং সেনসেশনকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। তবে লিটন ও রানা দল পেলেও সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয় ও হাসান মাহমুদদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।  

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।