ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

ক্রিকেট

নাঈম নৈপুণ্যে রাজশাহীকে হারাল চিটাগং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
নাঈম নৈপুণ্যে রাজশাহীকে হারাল চিটাগং ছবি: সংগৃহীত

ঘরের মাঠে আজ চমক দেখিয়েছে চিটাগং কিংস। নাঈম ইসলামের ফিফটির পর গ্রাহাম ক্লার্কের দারুণ ইনিংসে ভালো সংগ্রহ পেয়েছে তারা।

এরপর বোলিংয়ে করেছে বাজিমাত। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একশর আগেই গুটিয়ে যায় দুর্বার রাজশাহী। ফলে ১১১ রানের বড় জয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে স্বাগতিকরা।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে চিটাগং। যা তাড়ায় নেমে ৮০ রান করে ১৪ ওভার ২ বলেই সবগুলো উইকেট হারিয়ে ফেলে রাজশাহী।

উসমান খানকে হারিয়ে শুরু হয় চিটাগংয়ের ইনিংস। তবে শুরুর এই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ৫১ বলে ৮৪ রানের জুটি গড়েন নাঈম ও গ্রাহাম। ঝড়ো ব্যাট করতে থাকা গ্রাহাম ২৮ বলে ৪৫ করে রান আউট হলে ভাঙে এই জুটি। তবে ৩৬ বলে ফিফটি পূর্ণ করে নেন নাঈম। যদিও আর ৬ রান যোগ করেই হারান উইকেট।  

এরপর মোহাম্মদ মিথুন নেমে ২০ বলে ৩২ রান করে বাড়ান সংগ্রহ। মিডল অর্ডারে থাকা হায়দার আলীর ব্যাট থেকে আসে ১৪ বলে ২৫ রান। বাকিরা কেউ করতে পারেনি উল্লেখযোগ্য রান। রাজশাহীর হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মোহর শেখ।

রান তাড়ায় নেমে প্রথম ওভারেই ওপেনার জিসান আলমকে (৪) হারায় রাজশাহী। পরের ওভারে উইকেট বিলিয়ে দেন আরেক ওপেনার মোহাম্মদ হারিসও (৯)। তিনে নামা আনামুল হক বিজয়ও এদিন ব্যর্থ হন। তার ব্যাট থেকে আসে ২১ রান। যদিও দলের হয়ে এটি সর্বোচ্চ। বাকিদের মধ্যে আকবর আলী (১০) ছাড়া আর কেউই পারেননি দুই অঙ্ক ছুঁতে।  

চিটাগংয়ের হয়ে দারুণ বোলিং করেন নাঈম। ৩ ওভারে ৬ রান খরচায় ২ উইকেট নেন তিনি। সমান উইকেট পান শরিফুল ইসলামও। বাকি বোলাররা নেন একটি করে উইকেট।  

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।