ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

একদিন সাকিব দেশে ফিরবে, কারণ সে এই দেশের নাগরিক: সুজন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৯, জানুয়ারি ২৪, ২০২৫
একদিন সাকিব দেশে ফিরবে, কারণ সে এই দেশের নাগরিক: সুজন ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ছিলেন সাকিব আল হাসান। তাকে ঘিরে আগ্রহ, তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী।

এখন যেন সবকিছুই ধূসর অতীত। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যূত্থানে ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার।  

দলটির সংসদ সদস্য ছিলেন সাকিব। এ কারণে তার ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়ে। অবসর নিতে দেশে আসতে চেয়েও পারেননি। কিছুদিন আগে তার নামে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। তাহলে কি আর কখনো দেশে ফিরতে পারবেন না সাকিব?

এই প্রশ্নের উত্তরে সাবেক বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন একটি জাতীয় দৈনিককে বলেন, ‘আমি মনে করি না সে আর খেলতে পারবে। অবশ্যই একদিন সে দেশে ফিরবে। কারণ সে এই দেশের নাগরিক, কিন্তু আমি মনে করি না সে আর খেলা চালিয়ে যেতে পারবে। ’

এবারের বিপিএলেও সাকিব খেলতে পারছেন না। যদিও সরাসরি চুক্তিতে তাকে দলে নেওয়ার কথা জানিয়েছিল চিটাগাং কিংস। কিন্তু শেষ অবধি তিনি দেশেই আসতে পারেননি। সাকিব না আসায় কি কিছুটা রঙ হারিয়েছে বিপিএল?

এই প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘সে (সাকিব) বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। একদিন তাকে অবসর নিতেই হবে। চিটাগাং (কিংস) ফ্র্যাঞ্চাইজি ক্ষতির সম্মুখীন হয়েছে। কারণ সে খেলতে পারেননি। তারা সরাসরি সাইনিংয়ের মাধ্যমে তাকে নিয়েছিল। ’

‘তারা যদি পরিস্থিতি বুঝতে পারত, তাহলে অন্য কাউকে নিতে পারত। তবে তার মতো একজন খেলোয়াড় থাকা অনেক বড় বিষয়। সময় সব কিছু ঠিক করে দেবে। তারা যদি পরিস্থিতি বুঝতে পারত, তাহলে অন্য কাউকে নিতে পারত। তবে তার মতো একজন খেলোয়াড় থাকা অনেক বড় বিষয়। সময় সব কিছু ঠিক করে দেবে। ’

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।