ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার কামিন্দু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, জানুয়ারি ২৬, ২০২৫
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার কামিন্দু সংগৃহীত ছবি

গেল বছর তিন সংস্করণেই দারুণ ফর্মে ছিলেন কামিন্দু মেন্ডিস। এবার তারই স্বীকৃতি হিসেবে আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই লঙ্কান ব্যাটার।

সব ফরম্যাট মিলিয়ে গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ এর বেশি গড়ে ১৪৫১ রান করেছেন কামিন্দু। বিশেষ করে টেস্টে দারুণ ধারবাহিক ছিলেন তিনি। ৯ টেস্ট খেলে তিনি করেছেন ১০৪৯ রান। এমন পারফরম্যান্সের কারণে তিনি পেছনে ফেলেছেন গাস অ্যাটকিনসন, শামার জোসেফ এবং সাইম আইয়ুবকে।

গত বছর টেস্টে হাজারের বেশি রান যারা করেছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি গড় কামিন্দুর। এই ফরম্যাটে ৭৪.৯২ গড়ে রান করেছেন তিনি। এই সময়ে ৫ সেঞ্চুরির বিপরীতে ৩টি ফিফটি আছে তার। নিউজিল্যান্ড, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি।

মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন অ্যারেনি ড্রেকসেন। সবমিলিয়ে এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার গত বছর ব্যাট হাতে ২৩ ম্যাচে ২৯১ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১১ উইকেট।  

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।