ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

ক্রিকেট

ইব্রাহীমের জোড়া রেকর্ডে আফগানিস্তানের ৩২৫

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
ইব্রাহীমের জোড়া রেকর্ডে আফগানিস্তানের ৩২৫ সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার সামনে একপ্রকার দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। সেটি ছিল চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের অভিষেক ম্যাচ।

কিন্তু দ্বিতীয় ম্যাচেই নিজেদের লড়াকু মানসিকতার প্রমাণ দিল তারা। দারুণ ব্যাটিং প্রদর্শনীতে গড়লো রানের পাহাড়। দলকে সেখানে নেওয়ার পথে জোড়া রেকর্ড গড়লেন আফগান ওপেনার ইব্রাহীম জাদরান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ গ্রুপ 'বি'-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও আফগানিস্তানের। যেখানে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩২৫ রান করেছে হাশমতুল্লাহ শহীদির দল।  

জয় দিয়ে আসর শুরু করা ইংল্যান্ড আজ বোলিংয়ে দারুণ শুরু পেয়েছিল। বিশেষ করে জফরা আর্চারকে ঠিকমতো সামাল দিতে পারছিলেন না আফগান ব্যাটাররা। যে কারণে দলীয় ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর শহীদির (৬৭ বলে ৪০ রান) সঙ্গে ১০০-এর বেশি রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন ইব্রাহীম।  

দলীয় ১০৪ রানে চতুর্থ উইকেট হারানোর পর আফগানিস্তান এরপর আর থেমে থাকেনি। প্রথমে আজমতউল্লাহ ওমরজাই (৩১ বলে ৪১ রান) ও পরে মোহাম্মদ নবিকে নিয়ে দলকে রানের পাহাড়ে নিয়ে যান ইব্রাহীম। তিনি নিজে করেন ১৭৭ রান। ১৪৬ বল স্থায়ী ইনিংসে ১২টি চার ও ৬টি ছক্কা হাঁকিয়েছেন ইব্রাহীম। পাশাপাশি দুটি রেকর্ডও গড়েন তিনি।  

চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক এখন ইব্রাহীম। এর আগে এই আসরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে লাহোরে বেন ডাকেটের ১৬৫ রান ছিল সর্বোচ্চ। আফগানিস্তানের জার্সিতেও এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর আগে ২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬২ রান করে আগের রেকর্ডটির মালিকও ছিলেন ইব্রাহীম-ই।  

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।