ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

ক্রিকেট

র‍্যাংকিংয়ে তাসকিনের উন্নতি, শান্তর অবনতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
র‍্যাংকিংয়ে তাসকিনের উন্নতি, শান্তর অবনতি নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ/সংগৃহীত ছবি

টানা দুই ম্যাচ হেরে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। দলের এমন বেহাল দশার মধ্যেও উজ্জ্বল ছিলেন তাসকিন আহমেদ ও নাজমুল হোসেন শান্ত।

কিন্তু আইসিসি র‍্যাংকিং থেকে দুইরকম সংবাদ পেয়েছেন দুজনে।

সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছেছেন তাসকিন। ২ ম্যাচে ২ উইকেট নিয়েই ছয় ধাপ এগিয়েছেন এই ডানহাতি পেসার। ২৯ বছর বয়সী এই বোলার আছেন ৩০ নম্বরে। এর আগে ২০২২ সালে ৩৩তম স্থানে উঠেছিলেন তিনি। যেটি ছিল তার আগের সেরা অবস্থান। তাসকিনের মতোই ৩০তম স্থানে আছেন মেহেদী হাসান মিরাজও। তবে তার এই অবস্থান আগের চেয়ে ৪ ধাপ নিচে।  

অন্যদিকে ব্যাটারদের র‍্যাংকিংয়ে পিছিয়ে পড়েছেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক অনেকদিন ফর্মের বাইরে ছিলেন। এমনকি সর্বশেষ বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মাঠেই নামতে পারেননি তিনি। চ্যাম্পিয়নস ট্রফিতেও নিজের প্রথম ম্যাচে রান পাননি এই বাঁহাতি ব্যাটার।  

অবশেষে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে রানের দেখা পান শান্ত। ৭৭ রান রান করেছেন তিনি। ১১০ বলের এই ইনিংসে উন্নতি তো দূরের কথা, র‍্যাংকিংয়ে ২ ধাপ পিছিয়েছেন বাঁহাতি ব্যাটার। তার অবস্থান এখন ২৭তম স্থানে।  

বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমেরও অবনতি হয়েছে। ৯ ধাপ পিছিয়ে ৪২তম স্থানে নেমে গেছেন মুশফিক। আর মাহমুদউল্লাহ রিয়াদ ৭ ধাপ পিছিয়ে মুশফিক আছেন ঠিক পরের স্থানে। তবে ভারতের বিপক্ষে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি হাঁকানো তাওহিদ হৃদয় এগিয়েছেন ১৮ ধাপ। উঠে এসেছেন ৬৪তম স্থানে।

ভারতীয় ব্যাটারদের মধ্যে এক ধাপ উপরে উঠেছেন বিরাট কোহলি। পাকিস্তানকে বিদায় করে দেওয়ার ম্যাচে ১০০ রান করে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন তিনি। ৫১তম ওয়ানডে সেঞ্চুরির দেখা পাওয়া কোহলিকে জায়গা ছেড়ে দিয়ে নিচে নেমে গেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।

এ ছাড়া সেঞ্চুরির পুরস্কার পেয়েছেন উইল ইয়াং (১৪তম), রাচিন রবীন্দ্র (২৪তম), টম লাথাম (৩০তম) ও জশ ইংলিসও (৮১তম)। এছাড়া বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে নিজের শীর্ষস্থান আরো সুসংহত করেছেন ভারতীয় ওপেনার শুবমান গিল।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।