অল্প রানের পুঁজি নিয়েও নিউজিল্যান্ডের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছেড়েছে ভারত। ম্যাট হেনরির ফাইফারে ২৪৯ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।
দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেছেন শ্রেয়াস আইয়ার।
২৫০ রানের লক্ষ্যে নেমে ১৭ রানে রাচিন রবীন্দ্রকে (৬) হারায় নিউজিল্যান্ড। হার্দিক পান্ডিয়ার বলে ডিপ থার্ডে দাঁড়ানো অক্ষর প্যাটেল সামনে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ নেন। উইল ইয়াং ও কেন উইলিয়ামসন ওই ধাক্কা বুঝতে দেননি। দুজনের জুটি ভেঙে যায় দলীয় ৪৯ রানে। পাঁচ উইকেট নেওয়ার পথে বরুণের প্রথম শিকার হন ইয়াং (২২)। ড্যারিল মিচেল (১৭) বড় ইনিংস খেলতে না পারলেও নিউজিল্যান্ড স্বস্তির মধ্যে ছিল। কুলদীপ যাদব তাকে ফেরান।
১৭ রান করে মিচেল ফেরার পর পাল্টে যায় ম্যাচের চিত্র। এরপর টম ল্যাথাম, গ্লে ফিলিপস ও মিচেল ব্রেসওয়েলের কেউই উইলিয়ামসনকে যোগ্য সঙ্গে দিতে পারেননি। মিডল অর্ডার ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখেছিলেন উইলিয়ামসন। কিন্তু ৮১ রান করে তিনি ফেরার পর ম্যাচ থেকে ছিটকে যায় কিউইরা। শেষদিকে মিচেল স্যান্টনার কিছুটা লড়াই করলেও আর ম্যাচে ফেরা হয়নি। তার ২৮ রানের ইনিংস কেবলই হারের ব্যবধান কমিয়েছে।
১০ ওভারে ৪২ রান দিয়ে পাঁচ উইকেট পকেটে পুরেছেন বরুণ। চলতি আসরে বাংলাদেশের বিপক্ষেও চ্যাম্পিয়ন্স ট্রফি অভিষেকে পাঁচ উইকেট নেন ভারতের পেসার মোহাম্মদ শামি। তাকে ছাপিয়ে প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয় সেরা অভিষেক হলো বরুণের। ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম পাঁচ উইকেট নেওয়া ভারতীয় বোলারও তিনি। তার চেয়ে একটি বেশি তিনটি ওয়ানডে খেলে প্রথম পাঁচ উইকেট পান স্টুয়ার্ট বিন্নি, ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে।
এর আগে ভারতের হয়ে ইনিংস ওপেন করতে নেমে শুবমান গিল আজ শুরুতেই ফিরেছেন। ৭ বল খেলে মাত্র ২ রান করতে পেরেছেন তিনি। ইনিংসের তৃতীয় ওভারে এই ওপেনারকে সাজঘরে ফিরিয়ে ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানেন ম্যাট হেনরি।
আরেক ওপেনার রোহিত শর্মাও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে ভালোই শুরু করেছিলেন তিনি। এক চার ও এক ছক্কায় ১৭ বলে ১৫ রান এসেছে অধিনায়কের ব্যাট থেকে। তিনে নেমে বিরাট কোহলিও দুই ওপেনারের পথেই হেঁটেছেন। ১১ রান করে এই অভিজ্ঞ ব্যাটার ফিরলে ৩০ রানেই ৩ উইকেট হারায় ভারত।
এরপর দলের হাল ধরেন শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল। এই দুজনে মিলে চতুর্থ উইকেট জুটিতে তোলেন ৯৮ রান। ৪২ রান করে অক্ষর ফিরলে ভাঙে সেই জুটি। এরপরও শ্রেয়াস এক প্রান্তে দুর্দান্ত ব্যাট করেছেন। সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন তিনি। তবে ৭৯ রানে কাটা পরেছেন এই মিডল অর্ডার ব্যাটার।
এরপর লোকেশ রাহুল-হার্দিক পান্ডিয়ারাও ভালো ব্যাটিং করেছেন। ৪৫ বলে ৪৫ রানের কার্যকরী এক ইনিংস খেলেছেন হার্দিক। তাছাড়া রাহুলের ব্যাট থেকে এসেছে ২৯ বলে ২৩ রান।
আগামী মঙ্গলবার দুবাইতে অস্ট্রেলিয়া ও ভারতের সেমিফাইনাল। পরের দিন লাহোরে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫
এআর