ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

ক্রিকেট

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, মার্চ ৪, ২০২৫
বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের! সাকিব আল হাসান/সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার অলরাউন্ডার সাকিব আল হাসান এখনো ২০২৪ সালের শেষ চার মাসের বেতন পাননি, যদিও তিনি সে সময় জাতীয় চুক্তির আওতায় ছিলেন।

বিসিবির কর্মকর্তারা ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন, সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকায় তার বেতন দেওয়া সম্ভব হয়নি। বোর্ডের একজন কর্মকর্তা এ ব্যাপারে ক্রিকবাজকে বলেন, 'এটা সত্য যে সাকিব (২০২৪ সালে) সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের বেতন পাননি, এবং এর কারণ হলো তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। '

তবে বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন জানিয়েছেন, সাকিব তার চুক্তি অনুযায়ী বেতন পাবেন। তিনি বলেন, 'সাকিব তার বেতন চুক্তি অনুযায়ী পাবেন, কারণ আপনি খেলুন বা না খেলুন, চুক্তি আছে এবং আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করার চেষ্টা করব। '

জানা গেছে, বিসিবির কাছে সাকিবের প্রাপ্য বেতন ৪৮ লাখ টাকা (ট্যাক্স ছাড়া)। গত বছরের ১২ ফেব্রুয়ারির বোর্ড সভায় বিসিবি ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছিল, যেখানে সাকিবকে সব ফরম্যাটের চুক্তিতে রাখা হয়, তার সঙ্গে লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, এবং শরিফুল ইসলামের নামও ছিল।

গত বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন সাকিব। তবে নিজের শেষ টেস্ট ম্যাচটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তিনি ওই সিরিজে অংশ নিতে বাংলাদেশে ফিরে আসেননি।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের ফেরেননি সাকিব। তার বিরুদ্ধে হত্যা ও আর্থিক অনিয়মের অভিযোগে মামলা হয়েছে। তবে তা সত্ত্বেও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নেন তিনি। কারণ বিসিবি তাকে খেলার অনুমতি দিয়েছিল, যতক্ষণ না তাকে দোষী প্রমাণিত করা হয়।

রাজনীতিতে জড়িয়ে পড়া এবং নির্বাচনে অংশ নেওয়ার কারণে সাকিব দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। তবে ৫ আগস্টের পর দেশে আসার রাস্তাই একপ্রকার বন্ধ হয়ে যায় তার। গত বছরের ৬ নভেম্বর তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হলে আরও বড় ধাক্কা খান তিনি। যদিও এতকিছুর পরেও সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা করেছিলেন, কিন্তু তার সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে তিনি সে টুর্নামেন্টে জায়গা পাননি।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।