ধীরগতির শুরুর পর কেন উইলিয়ামন ও রাচিন রবীন্দ্র চড়াও হলেন দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর। দুইজননেই পেলেন সেঞ্চুরির দেখা।
চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ৩৬২ রান।
ভালো শুরুর পর অষ্টম ওভারে উইল ইয়ংকে হারায় নিউজিল্যান্ড। ২১ রানে তার ফেরার পর জুটি গড়েন উইলিয়ামসন ও রবীন্দ্র। দ্বিতীয় উইকেটে তাদের জুটিটি হয় ১৫৪ বলে ১৬৪ রানের। সেঞ্চুরির দেখা পান দুজনই। ৯১ বল লাগে রবীন্দ্রর। আর ৯৩ বলে শতক স্পর্শ করেন উইলিয়ামসন।
৩৪তম ওভারে রবীন্দ্রর বিদায়ে ভাঙে এই জুটি। ১০১ বলে ১৩ চার ও এক ছক্কায় ১০৮ রানের দারুণ ইনিংস খেলে সাজঘরে ফেরেন কিউই ওপেনার। আর উইলিয়ামসনের ৯৪ বলে গড়া ১০১ রানের ইনিংসটি সাজানো ছিল ১০ চার ও দুই ছক্কায়। চারে নেমে দ্রুত ব্যাট চালাতে থাকেন ড্যারিল মিচেল। তবে এক রানের আক্ষেপ নিয়ে ৪৯ রানে তিনি শিকার হন লুঙ্গি এনগিদির।
টম ল্যাথাম অবশ্য এদিন কিছু করতে পারেননি। তার ব্যাট থেকে আসে ৪ রান। তবে শেষদিকে তাণ্ডব চালান ফিলিপস। ২৭ বলে ৬ চার ও এক ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া মাইকেল ব্রেসওয়েলের ব্যাট থেকে আসে ১২ বলে ১৬ রান। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন এনগিদি। জোড়া উইকেট নেন কাগিসো রাবাদা। একটি উইকেট নেন ভিয়ান মুল্ডার।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
আরইউ