ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। আসরটিকে সামনে রেখে সাতটি ভেন্যু ও ফাইনালের তারিখ ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আজ লর্ডসে আয়োজিত এক অনুষ্ঠানে ভেন্যুর নাম ঘোষণা করা হয়। লর্ডস ছাড়াও ভেন্যুর তালিকায় রয়েছে এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল, হেডিংলি, ওল্ড ট্র্যাফোর্ড, দ্য ওভাল ও ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হবে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।
আগামী বছরের ১২ জুন থেকে শুরু হবে মেয়েদের এই বিশ্বকাপ। লর্ডসে অনুষ্ঠিতব্য জমকালো ফাইনালের আগে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পুরো টুর্নামেন্টের বিস্তারিত সময়সূচি শিগগিরই প্রকাশ করা হবে জানানো হয়েছে।
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে ১২টি দল। এরই মধ্যে আয়োজক ইংল্যান্ডসহ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। বাকি চারটি দল নির্ধারিত হবে আগামী বছর অনুষ্ঠিতব্য বাছাই পর্ব থেকে।
১২টি দলকে দুইটি গ্রুপে ভাগ করে প্রথম রাউন্ড খেলা হবে, এরপর নকআউট পর্ব ও ফাইনাল অনুষ্ঠিত হবে।
আরইউ