ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

নারী বিশ্বকাপের পর্দা উঠবে ২৪ জুন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩২, ফেব্রুয়ারি ৬, ২০১৭
নারী বিশ্বকাপের পর্দা উঠবে ২৪ জুন নারী বিশ্বকাপের এগারতম আসরের পর্দা উঠবে ২৪ জুন/ছবি: সংগৃহীত

ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী ক্রিকেট বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করেছে আইসিসি। আট দলের অংশগ্রহণে আগামী ২৪ জুন এগারতম আসরের পর্দা উঠবে। ফাইনাল ২৩ জুলাই। এখনো পূর্ণাঙ্গ ম্যাচ সূচি প্রকাশ করা হয়নি।

ব্রিস্টল, ডার্বি, লিচেস্টার ও টাউনটন ভেন্যুতে ২১ দিনব্যাপী ২৮টি রাউন্ড রবিন ম্যাচ অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল দু’টি ব্রিস্টল ও ডার্বিতে যথাক্রমে ১৮ ও ২০ জুলাই।

লর্ডসে ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।

শ্রীলঙ্কায় বাছাইপর্ব (৭-২১ ফেব্রুয়ারি) শেষে চূড়ান্ত চারটি দল নির্ধারিত হবে। ওয়ার্ল্ডকাপের মূল পর্ব নিশ্চিতের মিশনে দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে ১০টি দল। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

সরাসরি অংশ নিচ্ছে চার ‘ফেভারিট’ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

আগামী ৮ মার্চ পূর্ণাঙ্গ ম্যাচ সিডিউল প্রকাশ করার কথা রয়েছে। টিকিট বিক্রি হবে www.icc-cricket.com/tickets এই ঠিকানার মাধ্যমে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ৬ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।