ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের নতুন ওডিআই দলপতি সরফরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৩, ফেব্রুয়ারি ৯, ২০১৭
পাকিস্তানের নতুন ওডিআই দলপতি সরফরাজ ছবি: সংগৃহীত

পাকিস্তানের নতুন ওয়ানডে দলপতি হিসেবে দায়িত্ব দেওয়া হলো সরফরাজ আহমেদকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খানের বরাত দিয়ে বোর্ডের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দেশটির সিনিয়র ক্রিকেটার আজহার আলির জায়গায় সরফরাজকে ওয়ানডের দলপতি করা হচ্ছে।

আজহার আলির কাঁধে উঠতে যাচ্ছে টেস্টের দলপতির দায়িত্ব।

তবে, সেজন্য বর্তমান দলপতি মিসবাহর অবসরের অপেক্ষায় থাকতে হবে। পাকিস্তানের পরবর্তী সিরিজের পর অবসর নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন মিসবাহ।

এর আগে শহীদ আফ্রিদির পরিবর্তে সরফরাজের কাঁধে তুলে দেওয়া হয় টি-টোয়েন্টির অধিনায়কত্ব।

দুবাইয়ে থাকা বোর্ড প্রেসিডেন্ট শাহরিয়ার খানের সঙ্গে আলোচনা করেই আজহার আলি নেতৃত্ব ছাড়ার প্রস্তাব করেন। এদিকে, মিসবাহ বোর্ড প্রেসিডেন্টের কাছে আরও চিন্তা করার সময় চেয়েছেন। পাকিস্তান সুপার লিগের পর পরই মিসবাহ তার সিদ্ধান্ত জানাবেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।