ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ও. ইন্ডিজ সফরে উইলিকে পাচ্ছে না ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২০, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
ও. ইন্ডিজ সফরে উইলিকে পাচ্ছে না ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সফরে উইলিকে পাচ্ছে না ইংল্যান্ড/ছবি: সংগৃহীত

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলের অন্যতম সেরা পেসার ডেভিড উইলিকে মিস করবে ইংল্যান্ড। কাঁধে সার্জারির কারণে তাকে দলের ‍বাইরে থাকতে হচ্ছে। গত মাসে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ইনজুরি আক্রান্ত হন বাঁহাতি উইলি।

চোট থেকে সেরে উঠতে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) তাকে শল্যবিদের ছুরির নিচে যেতে হয়। ২৬ বছর বয়সী উইলির এপ্রিলের আগে প্রতিযোগিতামূলক ম্যাচে ফেরা হচ্ছে না।

তার পরিবর্তে দীর্ঘ সময় পর ওডিআই দলে ফিরেছেন স্টিভেন ফিন। সবশেষ ২০১৫ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের ম্যাচ খেলেছিলেন এ ‍ডানহাতি পেসার।

আগামী বুধবার (২২ ফেব্রুয়ারি) ক্যারিবিয়ানে উড়াল দেবে ইংলিশরা। মূল সিরিজ শুরুর আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

অ্যান্টিগায় আগামী ৩ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। বাকি দুই ম্যাচ ৫ ও ৯ মার্চ যথাক্রমে অ্যান্টিগা ও বার্বাডোসে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।