ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ঢাকা ডায়নামাইটস শিবিরে নতুন বিদেশি মুখ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
ঢাকা ডায়নামাইটস শিবিরে নতুন বিদেশি মুখ হিনো কুহন। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের প্রায় অর্ধেক শেষ। ঢাকার প্রথম পর্ব, সিলেট পর্ব শেষে আবারও বিপিএল ফিরেছে ঢাকায়। আর বিপিএলের এই মাঝপথেই ঢাকা ডায়নামাইটস শিবিরে যোগ দিলেন নতুন এক বিদেশি অতিথি।

নাম তার হিনো কুহন। খেলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে।

এসেছেন দক্ষিণ আফ্রিকা থেকে। ঢাকা দলে এরই মধ্যে আছেন সুনীল নারাইন, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হযরতউল্লাহ জাজাই, ইয়ান বেল, অ্যান্ড্রু বির্চের মতো বিদেশি ক্রিকেটার। কিন্তু হঠাৎ করে মাঝ পথে তার আসার পরিষ্কার কোনো কারণ জানা যায়নি।

হিনো কুহন।  ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

দক্ষিণ আফ্রিকার হয়ে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হিনো। এই ৭ ম্যাচে তার রান মাত্র ৪৯ রান।  

হিনো কুহন।  ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

রোববার  (২০ জানুয়ারি) ঢাকা দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন হিনো। সাকিব আল হাসানদের সঙ্গে পুরোটা সময়ই অনুশীলনে ঘাম ঝরান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।