ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টসে জিতে ফিল্ডিংয়ে খুলনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
টসে জিতে ফিল্ডিংয়ে খুলনা খুলনা টাইটান্স। ছবি: শোয়েব মিথুন

একদিন বিরতি শেষে সোমবার (২৮ জানুয়ারি) থেকে আবারও চট্টগ্রাম পর্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াচ্ছে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি খুলনা টাইটান্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

৮ ম্যাচ খেলে ৫ জয় নিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে ইমরুল কায়েসের কুমিল্লা। অপরদিকে লাগাতার হারে পয়েন্ট টেবিলের তলানিতে আছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা।

১০ ম্যাচ খেলে তাদের জয় মাত্র ২টি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ১.৩০ শুরু হবে ম্যাচটি।

খুলনা টাইটান্সের একাদশ

মাহমুদউল্লাহ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হাসান শান্ত, তাইজুল ইসলাম, জহুরুল ইসলাম, কার্লোস ব্রাথওয়াট, জুনায়েদ সিদ্দিকী, ডেভিড মালান, মোহাম্মদ সাদ্দাম, শরিফুল ইসলাম, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), ডেভিড ওয়েইসি।  

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশ

তামিম ইকবাল, এভিন লুইস, আনামুল হক (উইকেটরক্ষক), ইমরুল কায়েস (অধিনায়ক), শামসুর রহমান, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, ওহাব রিয়াজ, মোহাম্মদ শহীদ।  

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।