ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

জাতীয় দলে বাদ পড়ার কারণ জানতে চান ইমরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
জাতীয় দলে বাদ পড়ার কারণ জানতে চান ইমরুল সংবাদ সম্মেলনে ইমরুল। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম:  দুই ম্যাচ শেষে ফিরে যান অস্ট্রেলিয়ান স্টিভেন স্মিথ। এরপর কুমিল্লার নেতৃত্ব উঠে ইমরুল কায়েসের কাঁধে। তার অধীনে সোমবার (২৮ জানুয়ারি) খুলনা টাইটান্সকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শীর্ষে ওঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অধিনায়ক করেছেন ৩৯ রান।

এদিকে বাহাতি এ ব্যাটসম্যান ১০ বছর ধরে জাতীয় দলে আসা-যাওয়ার ওপর রয়েছে। এমনও হয়েছে, পুরো সিরিজ ভালো খেলেও পরের সিরিজে সুযোগ পাননি।

তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জয় নিয়ে কথা বলার পাশাপাশি বললেন নিজের ক্যারিয়ারের ব্যাপারেও।

ইমরুল কায়েস বলেন, ‘এভিন লুইসের ইনিংসটা অবিশ্বাস্য। এটা টিমের গতি ফেরাতে খুবই দরকার ছিল। ইনজুরি নিয়ে খেলেও লুইস দলকে জিতিয়েছে। যে কোনো সময় এরকম ইনিংস খেললে বোলারদের জন্য কঠিন হয়ে যায়। ’

তিনি আরও বলেন, ‘যখন অধিনায়কত্ব করি, তখন নিজের চেয়ে দলকে গুরুত্ব দিতে হয়। ’ 

‘সবসময় টিমের প্রয়োজনে খেলি। এ ম্যাচে পর পর দুটি উইকেট পড়ে যখন চাপে পড়ে গেলাম, রানের গতি কমে গিয়েছিল। তখন কয়েকটা বল খেলে ফিফটি করতে পারতাম। কিন্তু সেটা না করে লুইসকে স্ট্রাইক দিয়েছি। কারণ সে ওভারে ২ থেকে ৩ টা বাউন্ডারি মারছিল। ’

ভালো খেলেও অনেক সময় বাদ পড়েন তিনি। কিন্তু এখনো জানেন না কারণগুলো।

ইমরুল বলেন, ‘অনেক সময় ভালো খেলেও জায়গা হারাই। হয়তো টিম কম্বিনেশনের জন্য সেটা হয়। কিন্তু কখনো আমাকে এসব বিষয়ে জানানো হয়নি। ’

‘১০ বছর ধরে আসা-যাওয়ার ওপর খেলছি। এটাতে আমি অভ্যস্ত হয়ে গেছি। তবুও যখন সুযোগ পাই, সরোচ্চটা দেওয়ার চেষ্টা করি।  তবে বাদ পড়ার কারণ জানলে হয়তো সেটি নিয়ে কাজ করা যেতো। ’

এর আগে ব্যাট করতে নেমে ২৩৭ রানের পাহাড় গড়ে কুমিল্লা। জবাবে খুলনার ইনিংস থেমে যায় ১৫৭ রানে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এসইউ/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।