ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজ-তাসকিনদের রংপুরে শেহজাদ-জুনায়েদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
মোস্তাফিজ-তাসকিনদের রংপুরে শেহজাদ-জুনায়েদ ছবি: সংগৃহীত

মোহাম্মদ শেহজাদের পর এবার পাকিস্তানি পেসার জুনায়েদ খানকে দলে ভেড়াল রংপুর রেঞ্জার্স। পাকিস্তানি এই পেসার নিজের অফিসিয়াল টুইটার একাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

টুইটারে এক পোস্টের মাধ্যমে জুনায়েদ খান জানান, ‘আমাকে যেখানেই ক্রিকেট খেলার জন্য ডাকা হয়, আমি সেখানেই যাওয়ার চেষ্টা করি। ইনশাল্লাহ এই মৌসুমে রংপুরের জন্য আমি আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব।

এদিকে, ব্যস্ততার কারণে ওয়েস্ট ইন্ডিজের তারকা শাই হোপকে পাচ্ছে না রংপুর। তার জায়গায় পাকিস্তানি টপঅর্ডার ব্যাটসম্যান আহমেদ শেহজাদকে দলে যুক্ত করেছে রংপুরের দলটি।

রংপুর রেঞ্জার্স স্কোয়াড:
দেশি ক্রিকেটার: মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরি, সঞ্জিস সাহা
বিদেশি ক্রিকেটার: মোহাম্মদ নবি, আহমেদ শেহজাদ, জুনায়েদ খান, লুইস গ্রেগোরি, ক্যামেরন দেলপোর্ত

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।