ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিডনি টেস্টে কিউই দলে উইল সামারভিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
সিডনি টেস্টে কিউই দলে উইল সামারভিল ছবি:সংগৃহীত

সিরিজের তৃতীয় টেস্টের জন্য নিউজিল্যান্ড দলে ডাক পেলেন উইল সামারভিল। ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টের ইনজুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে ডাক পেলেন এই স্পিনার। ২-০ ব্যবধানে অজিরা ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে।

৩৫ বছর বয়সী সামারভিল তার ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলা ৩টি টেস্টই এশিয়ার মাটিতে খেলেছেন। যেখানে ২৫.১৪ গড়ে ১৪টি উইকেট পেয়েছেন।

তবে অস্ট্রেলিয়ার রাজ্য নিউ সাউথ ওয়েলসের হয়ে ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া এই সিডনির মাঠেই পাঁচ ম্যাচে ২৩টি উইকেট পেয়েছেন।

স্পিনার হয়ে পেসারের পরিবর্তে দলে সুযোগ পাওয়াটা ভিন্ন চোখে অনেকে দেখছেন। তবে সিডনির উইকেট বরাবরই স্পিনারদের জন্য সুবিধে দিয়ে থাকে। যেখানে অজি দলেও অভিষেক হতে পারে মিচেল সুইপসনের।

৩ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।